ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করতে মাঠে নামছে মন্ত্রণালয়

প্রকাশিত: ০০:২৪, ২৭ সেপ্টেম্বর ২০১৬

পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করতে মাঠে নামছে মন্ত্রণালয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ নির্দিষ্ট ছয়টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করতে আবারো মাঠে নামছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তবে এবার শুধু আর্থিক জরিমানার মধ্যে সীমাবদ্ধ না থেকে দোষীদের পাঠানো হবে কারাগারে। মঙ্গলবার সকালে মণিপুরীপাড়ায় এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। আইন বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকা নিয়ে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী বলেন, এতো প্রচার প্রচারণার পরও যারা পণ্যে পাটের মোড়ক ব্যবহার করছেনা তারা দেশের শত্রু। এছাড়া ছয়টি থেকে বাড়িয়ে আরো ১২ টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার নিশ্চিত করারও চিন্তা চলছে বলে জানান তিনি।
×