ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাস্টিনকে প্রত্যাখ্যান প্রিন্স জর্জের!

প্রকাশিত: ০৫:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০১৬

জাস্টিনকে প্রত্যাখ্যান প্রিন্স জর্জের!

বিমান থেকে নেমে আসার পর তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। করমর্দনের জন্য হাতও বাড়িয়ে দেন। তাতে কোন সাড়া দেয়নি ইংল্যান্ডের রাজপরিবারের সদস্য ৩ বছর বয়সী যুবরাজ জর্জ। বরং ট্রুডোকে এড়িয়ে বাবা উইলিয়ামের হাত ধরে এগিয়ে যায় সে। পিতা-মাতার সঙ্গে সাতদিনের সরকারী সফরে কানাডায় এসেছে জর্জ এবং বোন শার্লট। ক্ষুদে অতিথির এমন প্রত্যাখ্যানে অস্বস্তিতে ট্রুডো। কিছুটা বেকাদায় রাজপরিবারও। এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে ঠিকই নিজেদের প্রাসাদে অভ্যর্থনা জানিয়েছিল যুবরাজ। তবে ট্রুডোর প্রতি এমন আচরণ কেন? সমালোচকরা বলেছেন, জর্জ আসলে বুঝে গেছে ওর প্রপিতামহী রাণী দ্বিতীয় এলিজাবেথ কানাডার সরকার প্রধান। তাই প্রধানমন্ত্রীকে পাত্তা দেয়ার প্রয়োজন মনে করেনি সে। টুইটারে এক কানাডীয় লিখেছেন, ‘একটা শিশু প্রধানমন্ত্রীকে প্রত্যাখ্যান করল। আধুনিক বিশ্বে দেশগুলোর পারস্পরিক সম্পর্কের বড় দিকটি উঠে এলো এর মাধ্যমে।’ তবে রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ সফরের জন্য মেজাজটা চটে ছিল জর্জের।-ইয়াহু নিউজ
×