ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাম্পাকোর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ২২:১৬, ২৬ সেপ্টেম্বর ২০১৬

টাম্পাকোর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানা মালিকের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেনের মালিকানাধীন ওই কারখানায় ১৬ দিন আগে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনের লাশ পাওয়া গেছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ সোমবার ব্যাংক হিসাব জব্দের এই নির্দেশ দেয়। তবে শ্রমিকদের ক্ষতিপূরণ ও বেতন ভাতার অর্থ ওই অ্যাকাউন্ট থেকে তুলতে বাধা নেই বলে আদালত জানিয়েছে। পাশাপাশি এই তিন খাতে এ পর্যন্ত কত টাকা ব্যয় হয়েছে তা প্রতিবেদন আকারে জানাতে কারখানা মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। ওই কারখানায় হতাহত শ্রমিকদের ‘পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও দিয়েছে আদালত। শ্রম ও কর্ম সংস্থান সচিব, পুলিশ মহাপরিদর্শক, কারখানা মালিক মকবুল হোসেনসহ ১৯ জনকে এর জবাব দিতে হবে। আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন শরীফ ভূঁইয়া ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন। কারখানার মালিকপক্ষে ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার। অগ্নিকাণ্ডের জন্্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্ল্যাস্ট) ও আইনও সালিশ কেন্দ্র (আসক) এবং পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি গত ১৯ সেপ্টেম্বর হাইকোর্টে এই রিট আবেদন করে। গত ১০ সেপ্টেম্বর টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে ছাদের একটি অংশ ধসে পড়ে। ওই ঘটনার পর মালিকপক্ষ নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেয়। এছাড়া লাশ বহনের জন্য জেলা প্রশাসন ২০ হাজার টাকা করে দেবে বলে জানায়। টাম্পাকোতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় কারখানার মালিক মকবুল হোসেনের বিরুদ্ধে ইতোমধ্যে থানায় দুটি মামলা হয়েছে।
×