ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দীপন হত্যাকাণ্ডে আনসারুল্লাহর সবুর রিমান্ডে

প্রকাশিত: ০৯:০২, ২৬ সেপ্টেম্বর ২০১৬

দীপন হত্যাকাণ্ডে আনসারুল্লাহর সবুর রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ আহমেদুর রশীদ টুটুল হত্যা চেষ্টার মামলায় জিজ্ঞাসাবাদের পর আরেক প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যাকাণ্ডেও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আব্দুস সবুরকে ছয়দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। রবিবার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এই রিমান্ডের আদেশ দেন। উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ অক্টোবর একই সঙ্গে ঢাকার লালমাটিয়ায় টুটুলের শুদ্ধস্বরের এবং শাহবাগে দীপনের জাগৃতি প্রকাশনের কার্যালয়ে কাছাকাছি সময়ে হামলা হয়। হামলায় টুটুলসহ তিনজন আহত হন। নিহত হন দীপন। গত এপ্রিল টঙ্গী থেকে সবুরকে গ্রেফতার করে। পরে পুলিশ দাবি করেন, সবুর এই দীপন হত্যা, টুটুল হত্যার চেষ্টার অন্যতম হোতা। এই মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফজলুর রহমান জানান, টুটুল হত্যা চেষ্টার মামলায় সবুরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরে রবিবার দীপন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুবরকে পুনরায় ১০ দিন হেফাজতে চেয়ে ঢাকার হাকিম আদালতে পাঠানো হয়। শুনানি শেষে মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন ছয়দিন রিমান্ডের আদেশ দেন।
×