ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১১, ২৬ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

চবির সুবর্ণজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী। এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গৌরবের এ পথচলায় সকল অর্জন ও সমুজ্জ্বল ইতিহাস তুলে ধরতে চবির সুবর্ণজয়ন্তী উৎসব হবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ। এতে যোগ দেবেন চবি থেকে লেখাপড়া শেষ করে কর্মজীবনে প্রবেশ করা প্রাক্তন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী শনিবার অনুষ্ঠিত প্রশাসন ও প্রাক্তন শিক্ষার্থীদের এ্যালামনাইসমূহের এক যৌথসভায় এ উদ্যোগের কথা অবহিত করেন। তিনি বলেন, ১৯৬৬ সালের ১৮ নবেম্বর চবি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সুদীর্ঘ ৫০ বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশে দক্ষ, যোগ্য ও আলোকিত মানবসম্পদ উৎপাদনের মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান ও ভূমিকা রেখে চলেছে। মহান মুক্তিযুদ্ধেও এ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের অসামান্য অবদান ও গৌরবগাথা দেশ ও জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেনÑ উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, চাকসু’র সাবেক জিএস এসএম ফজলুল হক, সাবেক ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী, সাবেক জিএস গোলাম জিলানী চৌধুরী, ভিপি নাজিম উদ্দিনসহ এ্যালামনাইসমূহের ১২৬ জন প্রতিনিধি। দুই কিশোরী উদ্ধার ॥ তিন পাচারকারী আটক নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৫ সেপ্টেম্বর ॥ সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের খামার ধনারূহা গ্রামে স্থানীয় লোকজন ৩ মানব পাচারকারীকে আটক করে থানায় সোপর্দ করেছে। এ সময় উপজেলার ঝাড়াবর্সা গ্রামের দিপ্তি রানী (১৪), যাদুরতাইড় গ্রামের রোকসানা আক্তার (১৫) নামে দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, খামার ধনারূহা গ্রামে রবিবার সকালে বাঁশঝাড়ে দুই কিশোরীকে ৩ যুবক টানাহেঁচড়া করে অটোভ্যানে উঠানোর সময় এলাকার লোকজনের সন্দেহ হয়। স্থানীয় লোকজন একত্রিত হয়ে ওই ৩ যুবককে আটক করে সাঘাটা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ হাসান আলী (২৫), রফিকুল ইসলাম (১৮) ও সিরাজুল ইসলামকে (২৬) আটক করে। সাংবাদিকের ওপর হামলায় মামলা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৫ সেপ্টেম্বর ॥ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি। তবে বাদী তার আর্জিতে উল্লেখ করেছেনÑ ‘ঘটনার সময় সাংবাদিকদের ধারণকৃত ভিডিও ফুটেজের মাধ্যমে আসামিদের চিহ্নিত করা যাবে।’ মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, শনিবার রাতেই অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ডভুক্ত করে এসআই আব্দুল আউয়ালকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া হামলাকারী এক তরুণকে গ্রেফতার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গত শুক্রবার নেত্রকোনা পাবলিক হলে জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের একপর্যায়ে নয়া কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হৈ চৈ, হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হলে স্থানীয় সাংবাদিকরা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সেখানে যান। তখন একদল উচ্ছৃঙ্খল যুবক সাংবাদিকদের ধাওয়া করে হামলা চালায়। এ সময় তাদের হামলায় প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী ও ইত্তেফাক প্রতিনিধি জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল আহত হন। হামলার পর স্থানীয় এমপি যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় অনাকাক্সিক্ষত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আর্সেনিক রোগীদের চিকিৎসা সেবা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৫ সেপ্টেম্বর ॥ ফরিদপুরে আর্সেনিক আক্রাš রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ)। রবিবার বিএফএফ কার্যালয়ে দুই দিনব্যাপী এ চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফজাল হোসেন। বিএফএফ’র সভাপতি ফজলুল হাদী সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিলমামুদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, বিএফএফ’র মনিটরিং অফিসার শহিদুল ইসলাম সোহান। বিএফএফ’র উদ্যোগে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের সহায়তায় দুই দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে আলিয়াবাদ ও কৃষনগর ইউনিয়নের শতাধিক আর্সেনিকোসিস রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হবে। চট্টগ্রামে অপহৃত শিশু চকরিয়ায় উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর ডবলমুরিং থানার আসকারাবাদ এলাকা থেকে অপহৃত এক শিশুকে কক্সবাজার জেলার চকরিয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব। শনিবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাবের একটি টিম শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে। র‌্যাব সূত্রে জানানো হয়, গত ২১ সেপ্টেম্বর মাঈনুল ইসলাম মুত্তাকিন নামের ৬ বছরের এ শিশু অপহৃত হয়। তার পিতা নাস্তা আনতে বাইরে গেলে অপহরণকারীরা তাকে নিয়ে যায়। এরপর মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশ নম্বর দিয়ে এর মাধ্যমে পণের অর্থ পরিশোধ করার দাবি জানানো হয়। বিষয়টি র‌্যাবকে অবহিত করা হলে র‌্যাবের গোয়েন্দা টিম মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। এরপর শনিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশ ও কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের সহায়তায় শিশু মুত্তাকিনকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় অপহরণকারী সফর আলমকে (৩৫)। তার বাড়ি চকরিয়া থানার উত্তর লুটনি কাকরা গ্রামে। শ্রমিক লীগের হামলায় ওয়াসা কর্মচারী আহত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শ্রমিক লীগের হামলায় আহত হয়েছেন ওয়াসার এক কর্মচারী। রেজোয়ান হোসেন নামের এ কর্মচারী ভা-ার বিভাগে কর্মরত এবং চট্টগ্রাম ওয়াসা শ্রমিক-কর্মচারী পরিষদের (সিবিএ) সদস্য। রবিবার বেলা বারটার দিকে ঘটনা ঘটে। চট্টগ্রাম ওয়াসা সিবিএ সূত্রে জানানো হয়, ভা-ার বিভাগের কর্মচারী রেজোয়ান হোসেনের ওপর অতর্কিতভাবে হামলা চালায় শ্রমিকলীগ নামধারী কিছু সন্ত্রাসী। তারা এক সময় বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিল। সুবিধা আদায়ের জন্য বর্তমানে শ্রমিকলীগের সঙ্গে ভিড়েছে। অস্ত্র বিক্রেতা আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর পতেঙ্গা নেভাল এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ। জানা যায়, গ্রেফতারকৃত অস্ত্র বিক্রেতা কামাল উদ্দিনের (৩০) বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়ায়। সে অস্ত্র কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট। বিকেল সোয়া চারটার দিকে সে একটি অস্ত্র বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় ছিল। দৌলতপুরে স্কুলছাত্রী গণধর্ষণের শিকার নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৫ সেপ্টেম্বর ॥ স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে। শনিবার রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে ওই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। পুলিশ ও ধর্ষিতার পরিবার জানায়, ওই দিন সন্ধ্যায় রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের নিজবাড়ি থেকে মা আসমা খাতুনের সঙ্গে ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী গোপালপুর গ্রামে নানা ফরজ মোল্লার বাড়িতে যাচ্ছিল। পথের মধ্যে গোপালপুর গ্রামের নাহারুল ইসলামের লম্পট ছেলে শাহীন (২৫), মৃত আবুল ম-লের ছেলে শিপন (২৩) ও শহিদুল ইসলামের ছেলে সুজন (২৪) তাদের গতিরোধ করে এবং মা আসমা খাতুনকে মারপিট করে মেয়েকে অস্ত্রের মুখে অপহরণ করে। পরে তারা পার্শ্ববর্তী মাঠে নাসিরের বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষিতা জ্ঞান হারালে ধর্ষকরা তাকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। অপহরণের খবরে নানাবাড়ির লোকজন রাতে সন্ধান চালিয়ে নাসিরের বাগান থেকে রাত ৮টার দিকে ধর্ষিতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়। এ ঘটনায় মা আসমা খাতুন বাদী হয়ে রবিবার দুপুরে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। টেন্ডার নিয়ে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ হাতাহাতি নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৫ সেপ্টেম্বর ॥ রংপুর চেম্বার আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলার টেন্ডার নিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে চেম্বার কর্তৃপক্ষ টেন্ডার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছেন। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও রংপুরে শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠানের জন্য ওপেন টেন্ডারে ডাকা হয় রংপুর চেম্বার মিলনায়তনে। আগামী নবেম্বরে মাসব্যাপী এ মেলা পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ মাঠে হওয়ার কথা। রবিবার দুপুরে প্রকাশ্য ডাকের মাধ্যমে টেন্ডার নিয়ে আলোচনা করার সময় রংপুর যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথাকাটাকাটির জের ধরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিয়ালের কামড়ে আহত ৫ নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৫ সেপ্টেম্বর ॥ মেহেরপুরে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ পাঁচজন আহত হয়েছে। শনিবার গভীর রাতে পৃথক তিনটি স্থানে তারা শিয়ালের আক্রমণের শিকার হয়। আহতরা হলেনÑ গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের এনায়েতের স্ত্রী হাজেরা খাতুন, তার ছেলে আব্দুল মালেক, একই গ্রামের রফিকুলের স্ত্রী রোজিনা খাতুন, সাহারবাটি গ্রামের আশরাফ আলীর স্ত্রী হামেদা খাতুন ও রংমহল গ্রামের জিয়ারুল ইসলাম। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গীবিরোধী শপথ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৫ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা এলাকায় অবস্থিত ১০ নং শীতলক্ষ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী শপথ করেছে। রবিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে জঙ্গীবাদবিরোধী সমাবেশে হাত তুলে শপথ নেন তারা। সভায় একইসঙ্গে শিক্ষার গুণগত মানোন্নয়নে আলোচনা ও ৫ম শ্রেণীর ২য় মডেল টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি রাজিবুল হাসান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা কামরুল হাসান মুন্না।
×