ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোর ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ

জলাবদ্ধতাসহ ৫ দফা দাবি

প্রকাশিত: ০৪:০৭, ২৬ সেপ্টেম্বর ২০১৬

জলাবদ্ধতাসহ ৫ দফা দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ভবদহের জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে যশোর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে জলাবদ্ধ অঞ্চলের কয়েক হাজার মানুষ। রবিবার দুপুরে অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার জলাবদ্ধ মানুষ এ কর্মসূচী পালন করেন। কার্যালয় ঘেরাও শেষে তারা পানি নিষ্কাশনসহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। বিগত বর্ষার পর এই তিন উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি এ কর্মসূচীর আয়োজন করে। রবিবার দুপুরে মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার জলাবদ্ধ অঞ্চলের কয়েক হাজার মানুষ যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নেন। এ সময় তারা জলাবদ্ধ অঞ্চলের পানি নিষ্কাশনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন সেøাগান দেয়।
×