ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শততম পর্বে ‘লাইফ ইন এ মেট্রো’

প্রকাশিত: ০৬:৪২, ২৫ সেপ্টেম্বর ২০১৬

শততম পর্বে ‘লাইফ ইন এ মেট্রো’

সংস্কৃতি ডেস্ক ॥ তরুণদের পরস্পরের প্রতি পরস্পরের সম্পর্ক, ভালবাসা, বিরহ, দ্বন্দ্ব, বিশ্বাস-অবিশ্বাস ও সর্বোপরি বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছেন ধারাবাহিক নাটক ‘লাইফ ইন এ মেট্রো’। নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও জীবনের জয়গানই মুগ্ধ ক্যানভাসে চিত্রিত হয়ে টেলিভিশন পর্দায় দেখানো হয় ‘লাইফ ইন এ মেট্রো’। এটিএন বাংলায় আজ রবিবার রাত ৯-২০ মিনিটে ‘লাইফ ইন এ মেট্রো’ নাটক নাটকের ১০০তম পর্ব প্রচার হবে। শফিকুর রহমান শান্তনুর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, দিতি, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, অপূর্ব, মারজুক রাসেল, নীরব, নাঈম, তানভীর, ইমি, তমালিকা, হীরা, রুমা প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যায় ‘লাইফ ইন এ মেট্রো’ আধুনিক ঢাকার বেশকিছু তরুণের গল্প। যারা কখনও মেধাবী, কর্মদক্ষ, সৃজনশীল, প্রেমিক আবার কখনও বা উশৃঙ্খল, পরিবারের জন্য দুঃস্বপ্ন, বেকার ও মাদকাসক্ত। বিশ্ববিদ্যালয়ে পড়–য়া স্মার্ট তরুণ জারিফ, শার্লিন, আরিশা, এ্যানা, শামা, নীল, সৌমিক, প্রীত, রাইসা, লাবণ্য, তুর্য এবং সারাহ ভিন্ন সামাজিক ও অর্থনৈতিক পার্থক্যে বেড়ে উঠলেও সবার মাঝে মিলটা হলো বন্ধুত্বের। এই তরুণদের মধ্যে জারিফ মধ্যবিত্ত পরিবারের সন্তান। মেধাবী ও বেশ স্মার্ট। শার্লিন ধনী পরিবারের মেয়ে। কিছুটা উশৃঙ্খলা জীবনযাপনে সে অভ্যস্ত।
×