ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রে ব্যস্ত আমান

প্রকাশিত: ০৬:৪০, ২৫ সেপ্টেম্বর ২০১৬

চলচ্চিত্রে ব্যস্ত আমান

সাজু আহমেদ ॥ এই সময়ের অন্যতম নন্দিত চলচ্চিত্র অভিনেতা ও মডেল আমান রেজা। এ পর্যন্ত তার ২০ চলচ্চিত্র মুক্তি পেয়েছে। আরও ৬ চলচ্চিত্রে কাজ করছেন। নিত্য নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন। ওপার বাংলার চলচ্চিত্রেও কাজের কথা চলছে। ইতোমধ্যে একজন দক্ষ অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন সুদর্শন এই তরুণ। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হয়েছেন। অতি সম্প্রতি কয়েকটি মিউজিক ভিডিওর মডেল হয়েছে। দেশের অন্যতম চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। আইন বিষয়ে স্নাতকোত্তর আমান রেজার বাবা ব্যবসায়ী এবং মা বর্তমানে জামালপুরের ডিস্ট্রিক জজ হিসেবে কর্মরত। সে জন্য এক সময় ইচ্ছে ছিল আইন পেশায় ক্যারিয়ার গড়বেন। কিন্তু তিনি হয়ে গেলেন পুরাদস্তুর চলচ্চিত্র অভিনেতা। বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় চলচ্চিত্র অভিনেতা আমান চিত্রগ্রাহক এলকে লিটনের হাত ধরে চলচ্চিত্রে আসেন। সেই থেকে চলচ্চিত্রই তার নেশা, নেশা থেকে ধ্যান জ্ঞান, বর্তমানে চলচ্চিত্রে অভিনয়ই তার পেশা। তবে আইনজীবী হিসেবে মাঝে মাঝে কোর্টে যাওয়া আসা করেন। ২০০৮ সালে সন্ধ্যানী কথাচিত্রের কর্নধার প্রযোজক গোলাম মোর্শেদ প্রথম তাকে চলচ্চিত্রে ব্রেক দেন। আমান রেজা লতিফ পরিচালিত ‘সেই তুফান’ চলচ্চিত্রে প্রথম কাজ করেন। তবে প্রথম সাইন করা চলচ্চিত্র ছিল শওকত জামিলের ‘যেখানে তুমি সেখানে আমি’। এই দুটি চলচ্চিত্রের প্রযোজক ছিলেন গোলাম মোর্শেদ। তবে আমানের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রেজা লতিফের ‘ভালবাসার শেষ নেই’। আমান রেজা বর্তমানে শূটিং করছেন, সোহেল আরমান পরিচালিত ‘ভ্রমর’। এ চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন তিনি। তার অভিনয় তালিকায় আরও আছে জেমস কাজলের ‘ভয়ঙ্কর নেশা’, ব্রিটিশ প্রবাসী পরিচালক মিনহাজ কিবরিয়া পরিচালিত চলচ্চিত্র ‘শতরূপে শতবার’ প্রভৃতি। ‘শত রূপে শত বার’ চলচ্চিত্রে আমানের বিপরীতে অভিনয় করছেন লামিয়া মিমো, জারা অন্তরা প্রমুখ। এছাড়া জাজ মাল্টি মিডিয়ার ব্যানারে ‘প্রেমি ও প্রেমি’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন আমান। জাকির হোসেন রাজু পরিচালিত এ চলচ্চিত্রে আরও অভিনয় করবেন আরেফিন শুভ ও নুসরাত ফারিয়া। চলচ্চিত্রের শূটিং অচিরেই শুরু হবে বলে জানিয়েছেন। এছাড়াও ওপার বাংলার বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজের জন্য প্রাথমিক কথাবার্তা চলছে। তবে কিছুই চূড়ান্ত হয়নি। এছাড়া বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন আমান। এর মধ্যে রয়েছে অমিতাভ রেজা পরিচালিত ‘ফিনলে গ্রীন টি’ এবং ‘ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স’, কৃষ্ণান্দ্যু চট্টোপাধ্যায়ের ‘ইউনিটেক ইলেক্ট্রনিক্স বিজ্ঞাপন প্রভৃতি। সাম্প্রতিক সময়ে কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ফুয়াদের মিউজিকে কোনালের কণ্ঠে আশিকুর রহমান আশিক পরিচালিত মিউজিক ভিডিও ‘মন’। এছাড়া সংবাদ পাঠিক ও গায়িকা লোপা হোসাইনের ‘পুনর্জনম’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিতে কাজ করেছেন আমান। তবে বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করলেও সবকিছুর উপরে চলচ্চিত্রে অভিনয়কেই অগ্রাধিকার দেন আমান। কারণ তার মতে বর্তমানে চলচ্চিত্রের ক্রান্তিকাল কেটে যাচ্ছে, চলচ্চিত্রের উন্নতি হচ্ছে। তরুণরা চলচ্চিত্রে আসছেন। তারা তাদের সর্বোচ্চ মেধা বিনিয়োগ করছেন। জাজ মাল্টিমিডিয়ার মতো প্রযোজনা প্রতিষ্ঠান চেষ্টা করছেন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে শাকিব খান প্রাণান্ত চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে ভাল ভাল চলচ্চিত্র নির্মিত হচ্ছে। যৌথ প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্র শিল্পের অগ্রগতি হচ্ছে। প্রধানমন্ত্রী চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছেন। বিএফডিসিতে বেশ কিছু উন্নয়নমূলক কাজ হচ্ছে। আর কিছু মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স তৈরি করতে হবে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ নজর দিলেই এ শিল্পটি এগিয়ে যাবে, প্রোডিউসার বা এখাতে লগ্নিকারকদের টাকা ফিরিয়ে দিতে পারবেন পরিচালকরা। সব মিলে চলচ্চিত্রের সুদিন ফিরে আসছে বলে মনে করেন তিনি। দেশীয় চলচ্চিত্র নিয়ে যথেষ্ট আশাবাদী আমান। তবে এই বিষয়ে সরকারী পৃষ্ঠপোষকতা দরকার। তাহলেই সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে এই শিল্পটি আবার ঘুরে দাঁড়াতে পারবে। নিজের প্রচেষ্টার মাধ্যমে এই অঙ্গনেই অবদান রাখতে চান আমান। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে আজীবন কাজ করে যেতে চান। প্রতিশ্রুতিশীল চলচ্চিত্রশিল্পী আমান রেজা তার মেধা নিষ্ঠা এবং সততার মাধ্যমে তার কাক্সিক্ষত লক্ষে পৌঁছাবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার জন্য শুভ কামনা।
×