ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গণতন্ত্রহীনতার কারণে জঙ্গীবাদের প্রসার এমন অভিযোগ শুধু বিএনপির ॥ ডাঃ দীপু মনি

প্রকাশিত: ০৫:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০১৬

গণতন্ত্রহীনতার কারণে জঙ্গীবাদের প্রসার এমন অভিযোগ শুধু বিএনপির ॥ ডাঃ দীপু মনি

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ ‘আমরা সাফল্যের সঙ্গে জঙ্গীবাদ মোকাবেলা করছি। বাংলাদেশে জঙ্গীবাদের অর্থ এবং অস্ত্রের যোগানদাতাদের আইনের আওতায় আনা হবে বলে বলেছেন প্রধানমন্ত্রী। যেসব দেশে জঙ্গী হামলা হয়েছে, সে সব দেশে কেউ বলেনি- গণতন্ত্রহীনতার কারণে জঙ্গীবাদের প্রসার ঘটছে। শুধু আমাদের দেশে বিএনপির নেতারা এই অভিযোগ করেছেন। সাংবাদিকরা কোন দলীয় মতাদর্শের উপর ভিত্তি না করে তারা যেন তথ্যের উপর ভিত্তি করে সংবাদ লিখেন’-সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা ঃ দীপু মনি এ কথা বলেছেন। নিউইয়র্কে কর্মরত বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ আয়োজিত ‘জঙ্গীবাদ দমনে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এ মুক্ত আলোচনায় দীপু মনি শুভেচ্ছা বক্তব্য রাখেন। এতে অংশগ্রহণকারী সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, ‘নৈতিকতা-মূল্যবোধের অবক্ষয় ও সামাজিক অস্থিরতা জঙ্গী সৃষ্টি করছে। দেশে বিগত দিনে ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবিক শিক্ষার প্রসার ঘটেনি।’ গত ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে। সভাপতিত্ব করেন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র সভাপতি নাজমুল আহসান এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দর্পণ কবীর। প্রগতিশীল চেতনার উন্মেষ ঘটাবে এমন শিক্ষা ব্যবস্থার প্রবর্তন দরকার বলেও মন্তব্য করেন বক্তারা। তারা আরও বলেন, ‘অভিভাবকদের নিজ নিজ সন্তানের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি এবং তাদের প্রতি নজরদারি বহাল রাখাও জরুরী।’ তারা আরও বলেন, ‘জঙ্গী নির্মূলে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দসহ পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।’ বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব মোঃ ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম. এ. মালেক, কলামিস্ট ও টক শো আলোচক সুভাষ সিংহ রায়, দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি ফরাজী আজমল হোসেন, ঠিকানা পত্রিকার সম্পাদক লাবলু আনসার, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ইলিয়াস খান প্রমুখ। শেষ হলো ঢাকা ক্যান্ট গার্লস স্কুল ও কলেজের মেধা উৎসব ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের লক্ষ্যে আয়োজিত মেধা উৎসব-২০১৬ শনিবার ঢাকা সেনানিবাসের কলেজ অডিটরিয়ামে শেষ হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী দিনে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মেডেল, ক্রেস্ট ইত্যাদি পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার তাগিদ প্রদান করেন। -আইএসপিআর
×