ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ডোমারে বজ্রপাতে কৃষক নিহত ॥ স্ত্রী-সন্তানসহ আহত চার

প্রকাশিত: ০৬:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০১৬

ডোমারে বজ্রপাতে  কৃষক নিহত ॥  স্ত্রী-সন্তানসহ  আহত চার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বজ্রপাতে আরিফ হোসেন (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হন নিহত কৃষকের স্ত্রী শিউলি বেগম (৩২), মেয়ে আইরিন আক্তার (১২), ছেলে আব্দুস সালাম (৯) ও পাশের বাড়ির ইউনুস আলীর মেয়ে রিতা বেগম (৩০)সহ চারজন। আহতদের সবাইকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বজ্রপাতের এই ঘটনাটি ঘটে শুক্রবার সকালে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ি গ্রামে। নিহত কৃষক ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে। হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, সকালে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ায় আরিফের পরিবারের সবাই বাড়ির একটি ঘরে অবস্থান করছিল। এ সময় ঘরের টিনের চালের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই আরিফ নিহত হয়। ও তার স্ত্রীসহ দুই সন্তান এবং তাদের ঘরের সঙ্গে লাগানো গোয়াল ঘরে থাকা প্রতিবেশী ইউনুস আলীর মেয়ে রিতা বেগম (৩০) আহত ও একটি গরু মারা যায়।
×