ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘আমাদের এ্যালেক্সের মতো হওয়া উচিত’

প্রকাশিত: ০৫:৪২, ২৪ সেপ্টেম্বর ২০১৬

‘আমাদের এ্যালেক্সের মতো হওয়া উচিত’

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ছয় বছর এ্যালেক্স আমাদের দেখিয়ে দিয়েছে কিভাবে মানুষকে ভালবাসতে হয়। কিভাবে মানববিদ্বেষের উর্ধে উঠে একে অপরকে বরণ করে নেয়ার মতো মনোভাব পোষণ করতে হয়। আমাদের উচিত তার মতো হওয়া। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া সিরীয় শিশু ওমরানের জন্য পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছে এ্যালেক্স গত সপ্তাহে। এক সপ্তাহ আগে একটি চিঠি লিখেছিল। চিঠিটি ওবামা জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনে জোরে জোরে পড়ে শুনিয়েছেন। গত মাসে বিমান হামলায় বিধ্বস্ত হয়েছিল ওমরানদের বাড়িটি। ধ্বংসস্তূপের ভেতর থেকে পাঁচ বছর বয়সী শিশুটিকে বের করে এ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় ছেলেটি নিজের মুখে হাত বুলিয়ে রক্ত দেখতে পেয়ে তা মুছে ফেলছিল সিটে। শান্ত ভাবলেশহীন ওমরানের সেই মর্মান্তিক ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের সাইটগুলোতে। আলোড়ন তৈরি হয় বিশ্বব্যাপী। ওমরানের ছবি ও ভিডিও আলেপ্পো শহরে আটকা পড়া সাধারণ মানুষদের দুঃখ-দুর্দশার প্রতীকী চিত্র হয়ে উঠে। নিউইয়র্কের শিশু এ্যালেক্স ওমরান দাকনিশকে তাদের বাড়িতে নেয়ার আগ্রহ প্রকাশ করে বলেছে সে তার ভাই হতে চায়। এ্যালেক্সের একটি ছোট বোন আছে। সে লিখে ওমরান তাদের সঙ্গে খেলবে, তার বোন ক্যাথলিনের জন্য প্রজাপতি ধরে আনবে। ওবামা বলেন, ‘আমাদের সবার উচিত এ্যালেক্সের মতো হওয়া। ভেবে দেখুন আমরা সবাই তার মতো হলে পৃথিবীর চেহারাটি কি রকম হতো।’ এ্যালেক্সের এই আহ্বান স্পষ্টতই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গীর বিরোধী। গত সোমবার ট্রাম্প শরণার্থীদের ‘গুপ্ত শত্রু’ আখ্যা দেন। গত মাসে বিমান হামলায় বিধ্বস্ত হয়েছিল ওমরানদের বাড়িটি। ধ্বংসস্তূপের ভেতর থেকে পাঁচ বছর বয়সী শিশুটিকে বের করে এ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় ছেলেটি নিজের মুখে হাত বুলিয়ে রক্ত দেখতে পেয়ে তা মুছে ফেলছিল সিটে। শান্ত ভাবলেশহীন ওমরানের সেই মর্মান্তিক ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের সাইটগুলোতে। আলোড়ন তৈরি হয় বিশ্বব্যাপী। ওমরানের ছবি ও ভিডিও আলেপ্পো শহরে আটকা পড়া সাধারণ মানুষদের দুঃখ-দুর্দশার প্রতীকী চিত্র হয়ে উঠে। -সিএনএন
×