ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে মুক্তিপণ দাবিতে ৩৫ জেলেকে অপহরণ

প্রকাশিত: ০৪:২৮, ২২ সেপ্টেম্বর ২০১৬

সুন্দরবনে মুক্তিপণ দাবিতে ৩৫ জেলেকে অপহরণ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মুক্তিপণের দাবিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকা থেকে ২৫টি নৌকার ২৫ জন জেলেকে অপহরণ করেছে জলদস্যু নোয়া মিয়া বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় কাঠেশ্বর এলাকায় মাছ ধরার সময় জলদস্যুরা তাদের অপহরণ করে। জেলে প্রতি ৩০ হাজার টাকা করে মোট ৮ লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে ৩ জেলেকে ছেড়ে দিয়েছে। তবে বন বিভাগের দাবি তাদের কাছে অপহরণের বিষয়ে কেউ অভিযোগ করেনি। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর ও সাপখালী খাল এলাকা থেকে বনদস্যু নওয়া ভাই বাহিনীর সদস্যরা তাদের তুলে নিয়ে যায় বলে মঙ্গলবার রাতে ফিরে আসা জেলেরা জানিয়েছে। স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর এলাকা থেকে মঙ্গলবার রাতে মুক্তিপণ দাবিতে ২০টি মাছ ধরা নৌকাসহ ১০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃত জেলেদের বাড়ি পিরোজপুর ও পাথরঘাটা এলাকায় বলে জানা গেছে। জানা গেছে, এলাকায় ইলিশ মাছ শিকার করার সময় জেলেবহরে হামলা চালায় সশস্ত্র বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। তারা ইলিশ বোঝাই ২০টি মাছ ধরা ট্রলার থেকে মালামাল লুটে ১০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। যে সকল নৌকায় মাছ ছিল সেসব নৌকা থেকে কাউকে অপহরণ করা হয়নি। তবে যেসব নৌকায় মাছ ছিল না সেসব নৌকা থেকে একজন করে জেলেকে অপহরণ করা হয়। অপহৃত জেলেদের কাছে মুক্তিপণ বাবদ জনপ্রতি ৫০ হাজার টাকা দাবি করেছে বলে জানিয়েছেন মহাজনরা। অনার্সে ভর্তি হতে পারবে সাড়ে ৩ লাখ শিক্ষার্থী জাতীয় বিশ^বিদ্যালয় স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্সের ভর্তি কার্যক্রম আগামী ২৫ সেপ্টেম্বর হতে শুরু হচ্ছে। এবার আসন সংখ্যা সাড়ে তিন লাখ নির্ধারণ করা হয়েছে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে ১৫ নবেম্বর। বুধবার জাতীয় বিশ^বিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন অর রশিদের সভাপতিত্বে তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু, আসন সংখ্যা, ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে ওইসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রো-ভাইস চ্যান্সলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ট্রেজারার অধ্যাপক মোঃ নোমান উর রশীদসহ সকল ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক আইসিটি প্রমুখ উপস্থিত ছিলেন।
×