ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৬ হাজার বছর আগের ডেনিম জিন্স!

প্রকাশিত: ০৫:৫৮, ২১ সেপ্টেম্বর ২০১৬

৬ হাজার বছর আগের ডেনিম জিন্স!

বর্তমান যুগে ডেনিম জিন্স (একপ্রকার মোটা সুতি কাপড়) পরেননি এমন তরুণ খুঁজে পাওয়া দুষ্কর। এই জিন্স কাপড় তৈরি নিয়ে নানা কল্পকাহিনী রয়েছে। এবার এই প্রশ্নের সদুত্তর মিলতে চলেছে। পেরুর বিলুপ্ত নগরী হুয়াকা প্রিয়েতার প্রতœতাত্ত্বিক সাইটে খনন কাজ পরিচালনা করার সময় মোটা সুতি কাপড়ের বহু টুকরো পেয়েছেন প্রতœতত্ত্ববিদরা। এই কাপড়ের রং ও পুরুত্ব বর্তমান যুগের ডেনিম জিন্সের মতো। কাপড়ের টুকরোগুলো পরীক্ষার পর তারা বলেছেন, এগুলোর বয়স অন্তত ৬ হাজার ২শ’ বছর। কাপড়গুলোর স্থিতিস্থাপকতা ও রং দেখে চমকে উঠেছেন গবেষকরা। তারা বলছেন, প্রাচীনযুগের বয়নশিল্প সত্যিই অসাধারণ ছিল। পেরুতে পাওয়া এই কাপড়কে বর্তমান যুগের ডেনিম জিন্সের আদিরূপ হিসেবে আখ্যা দিয়েছেন গবেষকরা। একদল গবেষক রাসায়ানিক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে এই কাপড়ের বয়স নির্ণয় করেছেন। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও এই গবেষণা দলের প্রধান ডক্টর জেফরি স্পিলিটোসার বলেন, এই কাপড় দেখে ধরে নেয়া যায় পেরুর প্রাচীন সভ্যতা কতটা উন্নত ছিল। তার মতে, ইউরোপিয়ানরা পেরুতে পা রাখার আগেই দেশটিতে উন্নত সভ্যতা ছিল। তিনি বলেন, পেরুর হুয়াকা প্রিয়েতায় প্রাপ্ত কাপড়ের মতো সুতি কাপড় এখনও মিসরে তৈরি হয়। জেফরি স্পিলিটোসার বলেন, আমরা এতদিন জেনে এসেছি খনিশ্রমিক ও গরুর রাখালদের ব্যবহারের জন্য ১৮৭১ সালে এই জিন্স কাপড় তৈরি হয়। তবে এই আবিষ্কার আমাদের আরও পেছনের দিকে নিয়ে যাচ্ছে। ডক্টর জেফরি স্পিলিটোসারের মতে, আধুনিক যুগের অনেকেই আঁচ করতে পারেন না যে প্রযুক্তি শিল্পে নেটিভ আমেরিকানদের অবদান ছিল কতটা? তার মতে নেটিভ আমেরিকানদের অনেক পরে এসব প্রযুক্তি ইউরোপিয়ানরা রপ্ত করে। তিনি বলেন, তন্তু ও উন্নত ধরনের বয়ন কৌশল প্রাচীন দক্ষিণ আমেরিকানদের কাছ থেকে শেখে ইউরোপিয়ানরা। প্রাচীন এই ডেনিম কাপড়কে বর্তমানে পেরুর কায়ো জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। -ডেইলি মেইল।
×