ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সবচেয়ে উঁচু গরু

প্রকাশিত: ০৬:০৪, ২০ সেপ্টেম্বর ২০১৬

সবচেয়ে উঁচু গরু

এবার পৃথিবীর সবচেয়ে উঁচু গরুর সন্ধান পাওয়া গেল যুক্তরাষ্ট্রে। নর্দান ক্যালিফোর্নিয়া চিড়িয়াখানায় বর্তমানে এই গরুটি রাখা হয়েছে। এটির ওজন পাক্বা এক টন। উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। গরুটির নাম ড্যানিয়েল। এই গরুটিই যে বিশ্বের সবচেয়ে উঁচু গত মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে গিনেজ বুক কর্তৃপক্ষ। গরুটির মালিক আনা ফারলে। তিনি বলেন, ড্যানিয়েল খুবই শান্ত প্রকৃতির। এটি খড় ও পাউরুটি খেতে ভালবাসে। খাবার নিয়ে ড্যানিয়েল বলে ডাক দিলেই এটি ধীর পায়ে এগিয়ে আসে। তিনি বলেন, গরুটিকে রাখতে বড় জায়গার প্রয়োজন। তারপরও এটি আমাদের পরিবারের সদস্যের মতো। এটি দৈনিক অন্তত ৫০ কেজি খড়, প্রচুর ঘাস ও রুটি খায়। আর দিনে ১৫০ কেজির বেশি গোবর ত্যাগ করে।-ইউরেকা টাইমস স্ট্যান্ডার্ড।
×