ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ নাটকের ৫০তম প্রদর্শনী

প্রকাশিত: ০৪:১৮, ২০ সেপ্টেম্বর ২০১৬

স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ নাটকের ৫০তম প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ শিল্পকলা একাডেমিতে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ১৮ দিনব্যাপী জাতীয় নাট্যোৎসব ২০১৬। শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটারের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবে দেশের প্রথিতযশা নাট্যদলগুলো তাদের জনপ্রিয় প্রযোজনাগুলো মঞ্চায়ন করবে। এর মধ্যে আগামী ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মঞ্চস্থ হবে স্বপ্নদলের নন্দিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’। ওইদিন নাটকের ৫০তম মঞ্চায়ন হবে বলে জানা গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘চিত্রঙ্গদা’ অবলম্বনে নাটকটিরই নির্দেশনা দিয়েছেন স্বপ্নদলের প্রধান জাহিদ রিপন। ‘চিত্রাঙ্গদা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সোনালী, মিতা, মোস্তাফিজ, শ্যামল, শিশির, সামাদ, জেবু, নাবলু, তানভীর, তানিয়া, কাসপিয়া, ঊষা, শুভ, অমর, আলী, জুয়েনা, বিপুল, সাইদ, সালাম, তীর্থ প্রমুখ। ‘চিত্রাঙ্গদা’ নাটকের কাহিনীতে দেখা যায় মহাবীর অর্জুন সত্যপালনের জন্য একযুগ ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন। মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা, অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। এবারে অর্জুন যথারীতি চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হতে থাকেÑ অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে? এভাবে ‘চিত্রাঙ্গদা’ পৌরাণিক কাহিনীর আড়ালে যেন এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপোড়েন এবং পাশাপাশি পারস্পরিক সহাবস্থানের প্রেরণারূপে উপস্থাপিত হয়। আর প্রযোজনাটির উপস্থাপনায় প্রয়োগ করা হয়েছে হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় রবীন্দ্রনাথ-প্রত্যাশিত আধুনিক ‘বাংলা নাট্যরীতি’। জানা যায়, রবীন্দ্রনাথ মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে ১৮৯২-এ কাব্যনাট্য রূপে এবং ১৯৩৬-এ নৃত্যনাট্যরূপে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেন। এর মধ্যে কাব্যনাট্য পা-ুলিপিটি অবলম্বনে স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনা নির্মিত হয়েছে। স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি ২০১১-এ সার্ধশত রবীন্দ্রবর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত হয়। প্রসঙ্গত, ‘এ মাটি নয় জঙ্গীবাদের, এ মাটি মানবতার’ সেøাগানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১৮ দিনব্যাপী জাতীয় নাট্যোৎসব চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। উৎসবে ঢাকা মহানগরীর ৩১ এবং দেশের ৮ বিভাগের ২৭ সংগঠনের সমন্বয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল হল, স্টুডিও হল ও মহিলা সমিতি মিলনায়তনসহ ৪ মঞ্চে উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব সফল করতে ইতোমধ্যে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীকে আহ্বায়ক ও সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামানকে সদস্য সচিব করে উৎসব কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
×