ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কৃষিই অর্থনীতির মূল ভিত্তি ॥ মতিয়া চৌধুরী

প্রকাশিত: ০৪:২৫, ১৯ সেপ্টেম্বর ২০১৬

কৃষিই অর্থনীতির মূল ভিত্তি ॥ মতিয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কৃষিই অর্থনীতির মূলভিত্তি। বাংলাদেশ আজ বিশ্বে সবজি উৎপাদনে ৩য় স্থান অধিকার করেছে। কৃষি বিজ্ঞানীদের নব নব আবিষ্কারের ফলেই এ সাফল্য এসেছে। তিন বছরে কৃষিতে ভাল ফলাফলের কারণেই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ‘সেরেস’ পদক পেয়েছেন। মন্ত্রী রবিবার সারাদেশ থেকে আগত কৃষি বিশেষজ্ঞ বিজ্ঞানীদের অংশগ্রহণে নয় দিনব্যাপী গাজীপুরস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) ‘কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচী প্রণয়ন কর্মশালা-২০১৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশারফ হোসেন সভাপতিত্ব করেন। নয়া প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় গড়ে তুলতে হবে ॥ শিক্ষামন্ত্রী ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৮ সেপ্টেম্বর ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, নতুন প্রজন্মের মাঝে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ের প্রসার ঘটাতে হবে। তাদের প্রযুক্তিনির্ভর বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে হবে। নৈতিক, মানবিক ও আধুনিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্র্থী গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। পৃথিবীর বিভিন্ন দেশ আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়ায় জঙ্গীরা মানুষ হত্যা করছে। পাশ্চাত্যের বিভিন্ন দেশেও জঙ্গীবাদ ছড়িয়ে পড়েছে, এটা একটা বৈশ্বিক সমস্যা, এ সমস্যা মোকাবেলা করতে এবং শিক্ষাঙ্গনকে জঙ্গীমুক্ত রাখতে আমরা বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছি। মন্ত্রী রবিবার সকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার ব্যবস্থাপনায় পাঁচ দিনব্যাপী ৪৫তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ সংসদ সদস্য হাজী আ ক ম বাহা উদ্দিন বাহার, শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. অরুণা বিশ্বাস, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল খালেক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একেএম ছায়েফ উল্লাহ, জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ। স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রম ২৫ সেপ্টেম্বর শুরু জাতীয় বিশ^বিদ্যালয় স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৬-১৭ শিাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও চার বছর মেয়াদী প্রফেশনাল কোর্সের ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হয়ে ২০ অক্টোবর ২০১৬ পর্যন্ত চলবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে। বিস্তারিত তথ্য ww(w.admissions.nu.edu.bd) এবং (nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। ১ম বর্ষ (সম্মান) পরীক্ষার ফরম পূরণ শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিাবর্ষের নিয়মিত, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন অনার্স ১ম বর্ষ শিক্ষার্থীদের পরীক্ষার ফরমপূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর প্রদানসহ (নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের যাদের ইনকোর্স নম্বর পূর্বে প্রেরণ করা হয়নি) যাবতীয় কার্যক্রম অনলাইনে ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম ২৫ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত চলবে। বিস্তারিত তথ্য ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ) এবং (িি.িহঁনফ.রহভড়) থেকে জানা যাবে।
×