ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে বহুল আলোচিত সাতক্ষীরায় এমপিপুত্র রুমন গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৩, ১৯ সেপ্টেম্বর ২০১৬

অবশেষে বহুল আলোচিত সাতক্ষীরায় এমপিপুত্র রুমন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ অবশেষে গ্রেফতার হয়েছে সাতক্ষীরার বহুল আলোচিত সংরক্ষিত মহিলা এমপির ছেলে রাশেদ সারোয়ার রুমন। চাঁদাবাজির দুটি মামলায় রবিবার দুপুর দেড়টার দিকে ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। রুমন সাংসদ রিফাত আমিনের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্যা জানান, রুমন মাইক্রোযোগে সাতক্ষীরা থেকে যশোরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শহরের চৌরঙ্গী মোড়ের মিজানুর রহমানের ভাড়া বাড়ি থেকে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। যুবলীগ নেতা জুলফিকার আলী উজ্বল ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম বুলেটের দায়ের করা দুটি চাঁদাবাজির মামলায় রুমনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়। গত ১১ সেপ্টেম্বর রাতে যুবলীগ নেতা উজ্বলসহ চারজনকে মারপিট করে সংবাদ শিরোনাম হন রুমন। ওই রাতেই রুমন সাতক্ষীরার ভোমরায় গাড়ি দুর্ঘটনায় পড়ে অজ্ঞাত স্থানে চলে যান। পরদিন সোমবার ঈদের আগের দিন দুপুরে নারীসহ শহরের মাগুরার বউ বাজারের পাশে বাঁশতলার সোনা চোরাচালানি মামলায় কারাগারে আটক মিলন পালের বাগান বাড়িতে জনতার হাতে ধরা পড়ে রুমন। গ্রামবাসী বাড়ি ঘিরে রুমনকে গণপিটুনি দেয়ার পর যুবলীগ নেতারা তাকে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। এরপর ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ঈদের দিন রুমন তার মা এমপি রিফাত আমিনকে নিয়ে মাগুরার বউ বাজারস্থ মিলন পালের বাড়িতে যান। এ সময় তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে মিলন পালের বাড়ির তালা ভেঙ্গে ভেতরে ঢুকে রুমনের ফেলে রাখা অস্ত্র নিয়ে যায় এবং সেখান থেকে স¦র্ণালঙ্কারসহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এর প্রায় আড়াই মাস আগে তার মায়ের ব্যবহৃত জাতীয় সংসদের স্টিকারযুক্ত গাড়িসহ তিন তরুণীকে নিয়ে শ্যামনগরের রিসোর্টে ধরা পড়েন রুমন। এ ঘটনায় তিনি জেলও খাটেন। রাবিতে ভর্তির আবেদন শুরু রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন রবিবার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৬ অক্টোবর । আবেদনসহ ভর্তির প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িৎঁ.ধপ.নফ) প্রকাশ করা হবে।
×