ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এএফসি কাপ ফুটবল

সফল হলে এক রকম, ব্যর্থ হলে অন্য রকম পরিকল্পনা...

প্রকাশিত: ০৬:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০১৬

সফল হলে এক রকম, ব্যর্থ হলে অন্য রকম পরিকল্পনা...

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় প্লে-অফে নিজেদের মাঠে ভুটানকে হারাতে পারেনি বাংলাদেশ। আবার হারেওনি। হতাশার ড্র পাওয়াতে এখন থিম্পুতে অনুষ্ঠিতব্য ফিরতি ম্যাচ নিয়ে দারুণ চাপে আছে বাংলাদেশ দল এবং সেই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও (বাফুফে)। এজন্য ফুটবল উন্নয়ন পরিকল্পনা থমকে আছে ১০ অক্টোবর এ্যাওয়ে ম্যাচকে কেন্দ্র করে! এ প্রসঙ্গে বাফুফের এক শীর্ষ কর্মকর্তা জানান, ‘এ মুহূর্তে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কিছু বলা যাবে না। অপেক্ষায় আছি থিম্পুতে কি হয়। থিম্পুতে জিততে পারলে থাকবে এক ধরনের পরিকল্পনা, ব্যর্থ হলে অন্য ধরনের পরিকল্পনা নিয়ে শুরু করতে হবে আবার শূন্য থেকে।’ মালদ্বীপের (০-৫) বিপক্ষে প্রীতি ম্যাচে বিধ্বস্ত হওয়ার প্রভাব পড়েছিল ৬ সেপ্টেম্বর ঢাকায় ভুটান ম্যাচে! গোটা দশেক সুযোগ পেলেও গোল করতে না পারায় দেশের ফুটবল আছে অনিশ্চয়তায়। প্রশ্নবিদ্ধ খেলোয়াড়দের মানও। ‘কাগুজে’ পেশাদার ফুটবলাররা ঈদের ছুটি কাটিয়ে ক্লাবের অনুশীলনে যোগ দিয়েছেন; ক্লাবেও শুরু হয়েছে তাদের ফিটনেস বাড়ানোর প্রক্রিয়া। আগামীকাল থেকে ঢাকায় মাঠে গড়াবে প্রিমিয়ার লীগের সপ্তম রাউন্ড। ঢাকায় ভুটানের বিপক্ষে গোল করতে না পারায় ফিরতি ম্যাচের জন্য নতুন করে কাউকে ডাকা হবে কিনা জানেন না সহকারী কোচ জাকারিয়া বাবুর মতো ফেডারেশনও। জাতীয় দলের বেলজিয়ান কোচ টম সেইন্টফিটের আগামীকাল ফেরার কথা। ঢাকা ও সিলেটে লীগের সপ্তম-অষ্টম-নবম রাউন্ড খেলা দেখে সিদ্ধান্ত নেবেন, ক্যাম্পে ডাকার মতো নতুন কেউ আছেন কি না। বাফুফে সূত্র জানায়, ভুটান বিপর্যয় হলে ফুটবলের পরিবর্তন হবে তৃণমূল পর্যায় থেকে। অস্ট্রেলিয়ান টেকনিক্যাল এ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল থমাস স্মলিকে নাকি ইতোমধ্যে নির্দেশনাও দেয়া হয়েছে। দুই সপ্তাহের ছুটি কাটিয়ে ২৪/২৫ সেপ্টেম্বর ঢাকা ফিরবেন তিনি। সে সময় ফেরার কথা নিউজিল্যান্ডের গোলরক্ষক কোচ রায়ান সেন্ডফোর্ড ও দক্ষিণ আফ্রিকান ফিটনেস কোচ রিডো বার্ডিনেরও। ১ অক্টোবর লীগের অষ্টম রাউন্ড শেষে পরদিন শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তবে যেসব দলের খেলা আগে শেষ হবে, তাদের খেলোয়াড় ডাক পেলে আগেই শুরু হতে পারে ক্যাম্প। শৃঙ্খলা ভঙ্গÑ ফিকরুকে ফেরত পাঠাল শেখ রাসেল স্পোর্টস রিপোর্টার ॥ শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ফিকরু তেফেরাকে তার নিজ দেশ ইথিওপিয়ায় পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের দল শেখ রাসেল ক্রীড়া চক্র। এ বছরের ফেব্রুয়ারিতে শেখ রাসেলের হয়ে খেলতে এসেছিলেন এই দীর্ঘদেহী ফরোয়ার্ড। ইন্ডিয়ান সুপার লীগে (আইএসএল) এ্যাটলেতিকো ডি কলকাতার হয়ে শিরোপা জেতার পর চেন্নাই এফসি ছেড়ে ঢাকায় এসেছিলেন ৩০ বছরের ফিকরু। এদেশের ফুটবলভক্তদের প্রত্যাশা ছিল তার পায়ে দেখা যাবে পাওয়ার ফুটবল শৈলী। কিন্তু তা করার সুযোগ পাননি তিনি। একটি-দুটি ম্যাচ খেলে উচ্ছৃঙ্খলতার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে দেশে ফিরে গেছেন তিনি। ইতোমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লীগে ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে শেখ রাসেল, বাদ পড়েছেন কোচ মারুফুল হকও। ফিকরুকেও রাখতে চায়নি ক্লাব ম্যানেজমেন্ট। এই প্রথম আজহারকে আমন্ত্রণ স্পোর্টস রিপোর্টার ॥ ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক ৫০০তম টেস্টে সাবেক অধিনায়ক আজহারউদ্দিনকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজহারউদ্দিন সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলেও সূত্রমতে নিশ্চিত করা হয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুরে শুরু হতে যাওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটিতেই ভারত নিজেদের ৫০০তম টেস্টের মাইলফলক স্পর্শ করবে। ২০০০ সালে মাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হলে আজীবন সবধরনের ক্রিকেটীয় কর্মকা- থেকে নিষিদ্ধ হওয়া আজহারকে এই প্রথম কোন অনুষ্ঠানে আমন্ত্রণ জানাল বিসিসিআই। কানপুরের গ্রীন পার্কে অনুষ্ঠিত এই টেস্টে আমন্ত্রিত সাবেক অধিনায়কদের মধ্যে শচীন টেন্ডুলকর, দিলীপ ভেঙ্কসরকার, কৃষ্ণমাচারি শ্রীকান্তও রয়েছেন, যারা ইতোমধ্যেই আমন্ত্রণ গ্রহণ করে নিজেদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।
×