ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ॥ মহিউদ্দিন

প্রকাশিত: ০৮:২৪, ১৬ সেপ্টেম্বর ২০১৬

বঙ্গবন্ধুর সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ॥ মহিউদ্দিন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুর সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন তাঁর স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা। বঙ্গবন্ধু ইডেন কলেজে এক ভাষণে জীবন সঙ্গিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা কিভাবে তাঁকে সাহস যুগিয়েছেন, দেশমাতৃকার জন্য অবদান রাখতে উৎসাহ দিয়েছেন তা সুনিপুণভাবে বিস্তারিত তুলে ধরেন। বঙ্গবন্ধুর কণ্ঠে সেই স্মৃতিচারণ শুনে মনে হয়েছিল, বঙ্গবন্ধু কখনও কখনও বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ছাত্রের মতো দীক্ষা নিয়েছেন। একজন সফল পুরুষের অবদানের পেছনে তাঁর স্ত্রীর অনেক বড় ত্যাগ এবং অবদান থাকে। বৃহস্পতিবার মুন্সীগঞ্জ সার্কিট হাউস ময়দানে জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদলের বিদায়ী সংবর্ধনা এবং নবাগত জেলা প্রশাসক সাহেলা ফারজানার বরণ অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে মোহাম্মদ মহিউদ্দিন এ কথা বলেন। বিদায়ী জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক সাহেলা ফারজানা, বিদায়ী জেলা প্রশাসক পত্নীী সাহিনা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোঃ হারুন-অর-রশীদ, অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, শিল্পপতি জাহাঙ্গীর আলম ও লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার। এছাড়া অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসকের স্বামী ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ ও পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লবসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×