ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

লবণের দাম শীঘ্রই কমে আসবে ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৭:১৫, ১৬ সেপ্টেম্বর ২০১৬

লবণের দাম শীঘ্রই কমে আসবে ॥ বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ লবণের দাম শীঘ্রই কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি এই ঈদে নিত্য পণ্যের দাম মানুষের নাগালে মধ্যে ছিল বলেও জানান। তিনি বলেন, অল্প কয়েকদিনের মধ্যে লবণের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। ঈদের আগে দেড়লাখ টন লবণ আমদানি করা হয়েছে। ঈদের তিন দিন আগে আরও একলাখ টন লবণ আমদানির অনুমতি দেয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত দেশ। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের দারিদ্র্যের হার ১০ শতাংশের নিচে নেমে আসবে। ইতোমধ্যে আমরা এই হার ২২ শতাংশে আনতে সক্ষম হয়েছি। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রীর যে কর্মসূচী, তা বিশ্বের মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। তোফায়েল আহম্মেদ বলেন, অতীতের তুলনায় মানুষের মধ্যে কোরবানি দেয়ার সক্ষতা বেড়েছে। বাংলাদেশর রাজনৈতিক, সামাজিক ও অর্থনেতিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি বলেন, টঙ্গীতে কারখানায় দুর্ঘটনা ছাড়া আর কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। আর টঙ্গীর দুর্ঘটনায় যাদের গাফিলতি ছিল তাদের অবশ্যই সাজা পেতে হবে। কর্মচাঞ্চল্য ফেরেনি ব্যাংকপাড়ায় অর্থনৈতিক রিপোর্টার ॥ চার দিনের সরকারী ছুটিসহ মোট ছয় দিনের ঈদের ছুটি শেষ। বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। তবে কর্মচাঞ্চল্য ফিরে আসেনি। এখনও সর্বত্রই ঈদের আমেজ। ঈদের ছুটির পর বৃহস্পতিবার প্রথম কর্মদিবসে মতিঝিলের ব্যাংকপাড়ার স্বাভাবিক চিত্র চোখে পড়েনি। রাজধানীর ব্যস্ততম এলাকাটির সব সড়কই ছিল ফাঁকা। ছিল না যানজট কিংবা কর্মজীবী মানুষের ব্যস্ত ছোটাছুটি। নিয়ম মেনেই সকাল ১০ টায় ব্যাংকের লেনদেন শুরু হয়। কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে ঈদের কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। ব্যাংকগুলোতে গ্রাহক উপস্থিতির সংখ্যা ছিল খুবই কম। অন্যদিকে অনেক কর্মকর্তারই আসন ছিল ফাঁকা। দুপুর ১২টার দিকে মতিঝিলের সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, অল্পসংখ্যক গ্রাহক দু-তিনটি কাউন্টার থেকে টাকা তুলছেন। তবে অধিকাংশ কাউন্টারে কর্মকর্তারা উপস্থিত থাকলেও গ্রাহক ছিলেন না। একাধিক ব্যাংকারের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক কর্মকর্তাই ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত এক দিন ছুটি নিয়েছেন। সব মিলিয়ে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে তারা ফিরবেন আগামী রবিবার। ওই দিন থেকে পুরোদমে কর্মচাঞ্চল্য ফিরে আসবে। এদিকে ব্যাংক কিংবা অফিস-আদালত খুললেও নগরের বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানে এখনও ঈদের ছুটি চলছে। রাজধানীর অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ দেখা যায়। বন্ধ আছে শেয়ারবাজার। নয় দিন ছুটি শেষে রবিবার খুলবে দেশের উভয় শেয়ারবাজার। মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স পেয়েছে মাইডাস অর্থনৈতিক রিপোর্টার ॥ মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
×