ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিফা র‌্যাঙ্কিং;###;দুই ধাপ অবনমন বাংলাদেশের

শীর্ষ পাঁচে ব্রাজিল

প্রকাশিত: ০৬:৫১, ১৬ সেপ্টেম্বর ২০১৬

শীর্ষ পাঁচে ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বর্তমানে তাদের অবস্থান পঞ্চম। তবে শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বৃহস্পতিবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক নাম্বারে থাকা আর্জেন্টাইনদের সংগ্রহে ১৬৪৬ পয়েন্ট। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সম্প্রতি উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জিতলেও পরের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ২-২ গোলে ড্র করে আর্জেন্টিনা। আর্জেন্টিনার পরের জায়গাটি অপরিবর্তিত রেখেছে বেলজিয়াম। ১৩৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ইডেন হ্যাজার্ড-ডি ব্রুইনদের দল। আর বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি একধাপ এগিয়ে ১৩৪৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। চারে রয়েছে একধাপ পিছিয়ে যাওয়া কলম্বিয়া (১৩২৩)। এক লাফে ৫ ধাপ এগিয়ে পাঁচে চলে এসেছে সেলেসাওরা। কলম্বিয়ার সমান পয়েন্ট নিয়ে ভগ্নাংশের হিসেবে পাঁচে থাকতে হয়েছে নেইমারের দেশকে। একধাপ পিছিয়ে ছয় নাম্বারে অবস্থান করছে ১২৮৪ পয়েন্ট পাওয়া কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। আর ইউরো জয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল একধাপ নিচে নেমে জায়গা করে নিয়েছে সাত নাম্বারে (১২২৮)। একধাপ নিচে নেমে ইউরো রানার্সআপ ফ্রান্স আট নাম্বারে, তিনধাপ এগিয়ে আসা লুইস সুয়ারেজের উরুগুয়ের অবস্থান নয়ে। আর ইউরোতে দুর্দান্ত খেলা গ্যারেথ বেলের ওয়েলস একধাপ এগিয়ে উঠে এসেছে শীর্ষ দশে। টপ টেন থেকে ছিটকে গিয়ে ১১তম স্থানে রয়েছে ইউরো-বিশ্বকাপ-ইউরোজয়ী স্পেন। ২২ ধাপ এগিয়ে ১৬৮তম স্থানে অবস্থান করছে নবাগত কসোভো আর জিব্রাল্টার রয়েছে ২০৫ নাম্বারে। এদিকে অবনমন হয়েছে বাংলাদেশের। ক’দিন আগে ভুটানের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বে ওঠার প্লে অফের প্রথম লেগে ড্র করার কারণেই মূলত পিছিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে জিততে না পারা লাল-সবুজের জার্সিধারীরা ১৮৩ থেকে নেমে গেছে ১৮৫তম স্থানে।
×