ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার বাংলাদেশের প্রতিপক্ষ সাকলাইন

প্রকাশিত: ০৬:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০১৬

এবার বাংলাদেশের প্রতিপক্ষ সাকলাইন

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজে আছে তিন ওয়ানডে ও দুই টেস্ট। ইংলিশদের সঙ্গে বাংলাদেশে আসবেন সাবেক পাকিস্তানী স্পিনার সাকলাইন মুস্তাকও। তিনি ইংল্যান্ড দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন এ সিরিজে। একইসঙ্গে এ পাক স্পিনার বাংলাদেশ ও ভারত সফরে ইংলিশ দলের সঙ্গে থাকবেন। উপমহাদেশের উইকেট মানেই স্পিন সহায়ক এবং স্পিনাররা সবসময়ই উপমহাদেশে সফলতা লাভ করে থাকেন। এ কারণেই আবার সাকলাইনকে ডেকেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ড দলের অন্যতম দুই স্পিনার মঈন আলী ও আদিল রশিদের জন্য দারুণ সহায়ক হবে সাকলাইনের পরামর্শ। ব্রিটিশ গণমাধ্যম এমনটাই জানিয়েছে। ইংল্যান্ডের হয়ে বর্তমান সময়ে স্পিনার হিসেবে নিয়মিত খেলছেন মঈন ও রশিদ। তবে দু’জনেরই সর্বশেষ এশিয়া সফরে সংযুক্ত আরব আমিরাতে সময়টা ভাল কাটেনি। পাকিস্তানের বিপক্ষে সেবার ব্যর্থ হয়েছেন তারা। উল্লেখ্য, এবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে কয়েকদিনের জন্য কাজ করেছিলেন সাকলাইন। ওল্ড ট্রার্ফোড টেস্টের সময় তিনি ইংল্যান্ড দলের সঙ্গে ছিলেন। সেবার মঈন ও আদিলের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে ওঠে দুসরার জনক সাকলাইনের। সে ম্যাচে পাঁচ উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রেখেছিলেন মঈন। আর এবারও ইতিবাচক ফলের আশায় রয়েছে ইসিবি। এ কারণেই সাকলাইনকে দলে নিচ্ছে ইসিবি।
×