ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চামড়া পাচাররোধে সীমান্তসহ ৮০ চেকপোস্টে তল্লাশি

প্রকাশিত: ০৬:৩৩, ১৬ সেপ্টেম্বর ২০১৬

চামড়া পাচাররোধে সীমান্তসহ ৮০ চেকপোস্টে তল্লাশি

গাফফার খান চৌধুরী ॥ ঢাকা, সাভার, গাজীপুর ও বাংলাদেশ-ভারত স্থলসীমান্তসহ সারাদেশে চামড়া পাচার রোধে অন্তত ৮০টি চেকপোস্ট কাজ করছে। এর মধ্যে ঢাকা ও সাভারের আশপাশেই বসেছে ২০টি। আর সীমান্তের প্রতিটি পয়েন্টে চামড়া পাচার রোধে বাড়তি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে। ঈদ-পরবর্তী তিন দিন ছাড়াও অন্যান্য সময় চামড়ার পাচার ঠেকাতেই এমন ব্যবস্থা নেয়া হয়েছে। বেআইনীভাবে চামড়া বেচাকেনা ও পাচার রোধে সতর্ক রয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিবারের মতো এবারও পুরো বিষয়টি মনিটরিং করছে স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স। দেশীয় চামড়া শিল্পকে শক্তিশালী করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। চামড়া ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, সারাদেশে ছোট বড় ৩শ’ চামড়া প্রস্তুতকারী কারখানা রয়েছে। এর মধ্যে ঢাকায় ২৬৫টি। বাকিগুলো ঢাকার বাইরে। সম্প্রতি বেশকিছু উচ্চ আদালতের নির্দেশের পর সাভারে চলে গেছে। প্রতিবছর ঈদ-উল-আযহায় সারাদেশে ৩০ থেকে ৩৫ লাখ প্রাণী কোরবানি হয়। অধিকাংশ চামড়াই ঢাকায় আসে। কারণ ঢাকায় চামড়া প্রস্তুতকারী কারখানার সংখ্যা সবচেয়ে বেশি। বাকি চামড়ার মধ্যে অধিকাংশই সাভারে যায়। বাকিগুলো দেশের বিভিন্ন জেলায় থাকা চামড়া প্রস্তুতকারী কারখানায় যায়। অর্থনৈতিক পরিসংখ্যান মোতাবেক বাংলাদেশ থেকে রফতানিকারক পণ্যের মধ্যে শীর্ষে তৈরি পোশাক, দ্বিতীয় অবস্থানে হিমায়িত মাছ এবং তৃতীয় অবস্থানে রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য। বিগত দিনগুলোর মধ্যে ২০১৩-২০১৪ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি করে ৫০ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার ও ২০১৪-২০১৫ অর্থবছরে ৬২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। আর ২০১৫-২০১৬ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি করে বৈদেশিক আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় এক শ’ কোটি ডলার। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া চামড়া পাচার রোধে রাজধানীর চারদিকে পর্যাপ্ত চেকপোস্ট বসানোর নির্দেশ জারি করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, এবার অন্তত ২০টি চেকপোস্ট বসছে। যা গত বছরের চেয়ে অন্তত সাতটি বেশি। এসব চেকপোস্ট বসেছে পোস্তা, লালবাগ, হাজারীবাগ, সোয়ারীঘাট, সদরঘাট, আশুলিয়া বেড়িবাঁধ, আমিনবাজার, গাবতলী, সাভার, সাভারের বইলারপুর, আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায়। সাভারের বইলারপুরের চেকপোস্টটি পরিচালনা করবে ঢাকা জেলা পুলিশ। চেকপোস্ট বসছে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা, মানিকগঞ্জ, মাওয়া ফেরিঘাট, কাঁচপুর ব্রিজসহ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সুলতানা কামাল ব্রিজ এলাকায়। এছাড়া রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালেও চেকপোস্ট বসানো হয়েছে। সড়ক মহাসড়ক ছাড়াও টহল জোরদার করা হয়েছে বাংলাদেশ-ভারত সীমান্ত পয়েন্টগুলোতে। সীমান্তেও বাড়তি চেকপোস্ট বসিয়ে তল্লাশির নির্দেশনা জারি করেছে বিজিবি। সেই সঙ্গে চেকপোস্টে কেউ যাতে অহেতুক তল্লাশির নামে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। চেকপোস্ট ছাড়াও বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। বেআইনীভাবে চামড়া বেচাকেনার সঙ্গে জড়িতদের সরাসরি গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। তাদের তাৎক্ষণিক জেল-জরিমানা করার বিধানও রয়েছে। এমনকি চামড়া বেচাকেনা ও পাচারকে কেন্দ্র করে চাঁদাবাজিসহ যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এ ব্যাপারে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, এবার আমিনবাজার ও সাভারের হেমায়েতপুরে দুইটি চেকপোস্ট বসানো হয়েছে। আমিনবাজারের চেকপোস্টে এক শ’ ফোর্স মোতায়েন করা হয়েছে। এবার আমিনবাজার রাস্তা থেকে চামড়া বেচাকেনা সরিয়ে ট্রাকস্ট্যান্ডের ভেতরে নেয়া হয়েছে। যানজট নিরসনে এমন উদ্যোগ নেয়া হয়েছে। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার ফল প্রকাশ গত মে মাসে অনুষ্ঠিত দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের ৮৩তম (গ্রীষ্মকালীন) ব্যাংকিং ডিপ্লোমা (ঔঅওইই ও উঅওইই) পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। বিস্তারিত তথ্য জানার জন্য আইবিবি’র ওয়েবসাইট িি.িরনন.ড়ৎম.নফ ও আইবিবি’র প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। -বিজ্ঞপ্তি
×