ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যাত্রী ভোগান্তির জন্য সেতুমন্ত্রীর দুঃখ প্রকাশ

প্রকাশিত: ০৮:০৪, ১২ সেপ্টেম্বর ২০১৬

যাত্রী ভোগান্তির  জন্য সেতুমন্ত্রীর  দুঃখ প্রকাশ

জনকণ্ঠ ডেস্ক ॥ ঈদ সামনে রেখে কয়েকটি মহাসড়কে যাত্রী ভোগান্তির কারণে দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার সকালে মহাখালী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘœ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে গঠিত ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর বাসসর। ওবায়দুল কাদের বলেন, দৌলতদিয়া ঘাট, ঢাকা-টাঙ্গাইলের একটা অংশ, ঢাকা-চট্টগ্রামের একটা অংশ চারলেন ও আটলেনের গাড়ি যদি দুইলেনের ব্রিজে উঠে তাহলে সমস্যা সেখানে হবেই। মানুষের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশে লজ্জা নেই। মন্ত্রী সেখানে ঘরমুখো মানুষের সঙ্গেও কথা বলেন।
×