ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চামড়াজাত পণ্য রফতানিতে পিছিয়ে পড়ছে দেশ

প্রকাশিত: ০৬:৪৭, ১২ সেপ্টেম্বর ২০১৬

চামড়াজাত পণ্য রফতানিতে পিছিয়ে পড়ছে দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের রফতানিতে প্রক্রিয়াজাত চামড়ার অবস্থান দ্বিতীয় হলেও পিছিয়ে রয়েছে চামড়াজাত পণ্য রফতানির ক্ষেত্রে। আন্তর্জাতিক পর্যায়েও নেই উল্লেখযোগ্য দেশীয় ব্র্যান্ড। এ অবস্থায় নতুন উদ্যোক্তারা বলছেন, দক্ষ জনবলের অভাব এবং নিজস্ব ডিজাইনারের ঘাটতি থাকার কারণেই আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না বাংলাদেশ। প্রায় শতভাগ দেশী কাঁচামাল ব্যবহারের মাধ্যমে গেল কয়েক দশকে বিশ্বে বাংলাদেশের প্রক্রিয়াজাত চামড়া ব্যাপক জনপ্রিয়তা পেলেও এখনও গড়ে ওঠেনি উল্লেখযোগ্য কোন দেশী ব্রান্ড। তবে সাম্প্রতিক সময়ে চামড়াজাত পণ্য রফতানির পাশাপাশি দেশী ব্রান্ড প্রতিষ্ঠার চেষ্টা করছেন অনেকে। যা দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশী পণ্যের একটি শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলেই প্রত্যাশা নতুন উদ্যোক্তাদের।
×