ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশ জঙ্গীমুক্ত করে সোনার বাংলা প্রতিষ্ঠা করব ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৪৪, ১২ সেপ্টেম্বর ২০১৬

দেশ জঙ্গীমুক্ত করে সোনার বাংলা প্রতিষ্ঠা করব ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১১ সেপ্টেম্বর ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কোন একটি মহল জঙ্গী তৎপরতা চালিয়ে আমাদের অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু তারা সফল হবে না। ’৭১ সালে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু। আমরা তখন ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেছিলাম। আর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘরে ঘরে জঙ্গীবিরোধী দুর্গ গড়ে তুলতে। আমরা তাই ঘরে ঘরে জঙ্গীবিরোধী দুর্গ গড়ে তুলব। বাংলাদেশকে জঙ্গীমুক্ত করে সোনার বাংলা প্রতিষ্ঠা করব। রবিবার দুপুরে ভোলা সদর উপজেলার রাজাপুর ও ইলিশা ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। ভোলা ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলার আওয়ামী লীগের সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুল মন্নান প্রমুখ। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য, বিমোচনে কাজ করে যাচ্ছেন। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা দেয়া হচ্ছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এসব ভাতা দেয়া হতো না। একেবারে যাদের কেনার ক্ষমতা নেই এমন হতদরিদদের তিন মাসের জন্য রেশন কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল দেয়া হবে। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ভোলা-বরিশাল ব্রিজ হবে। এখানে গ্যাসভিত্তিক শিল্প কলকারখানা হবে। অনেক লোকের কর্মসংস্থান হবে।
×