ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাইক্রো মোবাইল নিয়ে উদ্বেগ

প্রকাশিত: ০৫:২৩, ১২ সেপ্টেম্বর ২০১৬

মাইক্রো মোবাইল  নিয়ে উদ্বেগ

প্রযুক্তি পণ্য দিন দিন ছোট হয়ে আসছে। এতে যেমন সুবিধা আছে, তেমনি অনেক ক্ষতিও হতে পারে। মাইক্রো মোবাইল সে কথাই বলছে। এ মোবাইল বাজারে ‘ফ্লাই’ নামে পরিচিত। মাত্র ২ দশমিক ৭৫ ইঞ্চি লম্বা। হাতের তালুর মধ্যেই রাখা সম্ভব। দাম মাত্র ২৫ থেকে ৭৫ পাউন্ড। কিন্তু নতুন জেনারেশনের এই মাইক্রো মোবাইল নিরাপত্তা বাহিনীগুলোর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মোবাইল ইতোমধ্যে কারাগারগুলোতে পৌঁছে গেছে এবং অপরাধী ও উগ্রবাদীরা ব্যবহার করছে। এই ডিভাইস খুব সহজে মানবদেহের ভেতরে বা বাইরে গোপনে রাখা সম্ভব। এতে খুবই সামান্য পরিমাণে ধাতব পদার্থ থাকে, যা স্ক্যানার মেশিনকে ফাঁকি দিতে সক্ষম। অনলাইনে প্রকাশ্যে এই মোবাইলের বিজ্ঞাপন দেয়া হচ্ছে। এটিকে বলা হচ্ছে ‘বস এ্যাপ্রুভড’। যার অর্থ দাঁড়ায় এগুলো বডি অরিফিস সিকিউরিটি স্ক্যানারকে সক্রিয় করবে না। ইংল্যান্ডে দুই বছর ধরে অনলাইনে এই মাইক্রো মোবাইল বিক্রি হয়েছে। কিন্তু রাস্তার দোকানগুলোতে যখন এগুলো সহজপ্রাপ্য হয়ে গেল তখন উদ্বেগ বেড়ে গেছে অনেক বেশি। এ পরিপ্রেক্ষিতে দেশটির আইন মন্ত্রণালয় এই ধরনের মোবাইলের ব্যবহার বন্ধে আইন প্রণয়নের কথা ভাবছে। Ñডেইলি মেইল
×