ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের জন্মদিন আজ

প্রকাশিত: ০৪:১৬, ১১ সেপ্টেম্বর ২০১৬

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার ॥ চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের জন্মদিন আজ। তিনি ১৯৫০ সালের এই দিনে নরসিংদি জেলার রায়পুরা উপজেলার আলগী গ্রামে জন্মগ্রহন করেন। শাহাবুদ্দিন আহমেদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মওলানা ভাসানী, জাহানারা ইমাম, বারাক ওবামাসহ অনেক ব্যক্তিত্বসম্পন্ন ব্যাক্তিরা তার চিত্রকর্মে স্থান পেয়েছে। ১৯৬৮ সালে পাকিস্তানের শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে ‘প্রেসিডেন্ট স্বর্ণপদক’, ১৯৭৩ সালে শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’, ১৯৭৫ সালে ফ্রান্সের ‘সেলোন দো প্রিন্টক্যাম্প স্বর্ণপদক’, ২০০০ সালে ‘স্বাধীনতা পুরষ্কার’সহ অনেক পুরষ্কার অর্জন করেন। ২০১৪ সালে ফ্রান্সের সরকার তাকে নাইট উপাধি দেন।
×