ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে সপ্তক সঙ্গীত বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৪:১৬, ১১ সেপ্টেম্বর ২০১৬

ঈশ্বরদীতে সপ্তক সঙ্গীত বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সপ্তক সঙ্গীত বিদ্যালয়ের উপদেষ্টা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজের বিদায় উপলক্ষে কবিতা আবৃতি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। সপ্তকের পক্ষ থেকে সোমবার রাতে উপজেলা রোডের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সপ্তক সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সপ্তকের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) রমজান আলী, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের নির্বাহী প্রকৌশলী আসাদুল হক, পিডিবির উপসহকারী প্রকৌশলী ওহিদুর রহমান ঝন্টু, জিএম দোলন প্রমুখ। বক্তব্য রাখেনÑ মোবারক হোসেন, বাপ্পি রায়হান, ইদ্রিস আলী ম-ল, আব্দুল মতিন, গোপাল অধিকারী, শারমিন আক্তার, পলাশ হোসেন, শামীম পারভেজ ও কবি বাচ্চু মিয়া। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার পর থেকে সপ্তক গুণীজন সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান এবং মানসম্মত সঙ্গীত, নৃত্য ও অভিনয় শিক্ষা দিয়ে জাতি গঠনে ভূমিকা রাখছে। উপদেষ্টাদের সংবর্ধনা দিয়ে প্রতিষ্ঠানটি দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি কর্মকর্তাদের মূল্যায়ন ও স্বীকৃতি দেয়ার বিষয়টি প্রশংসনীয়। তিনি সপ্তকের সাফল্য কামনা করেন এবং সকল পর্যায়ের কর্মকর্তাসহ সকলকে সহযোগিতার আহ্বান জানান। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সপ্তকের শিল্পীরা।
×