ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিগ্রী পাস কোর্সের ফল প্রকাশ

প্রকাশিত: ০৪:১৪, ১১ সেপ্টেম্বর ২০১৬

 ডিগ্রী পাস কোর্সের ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীার ফল শনিবার রাতে প্রকাশিত হয়েছে। সারাদেশে ৬৮৩ কেন্দ্রে ১৬৭৮ কলেজের সর্বমোট ৩ লাখ ৬৯ হাজার ২৭৭ পরীার্থী এ পরীায় অংশগ্রহণ করে। গড় পাসের হার শতকরা ৭৩.৬৬ জন। এবারের পরীক্ষায় প্রথম বর্ষের ৮ হাজার ৮৮২ জনের মধ্যে ৬ হাজার ৩২৪ জন, দ্বিতীয় বর্ষের ১ লাখ ৯০ হাজার ৯৮৯ জনের মধ্যে ১ লাখ ৮১ হাজার ২৭২ জন, তৃতীয় বর্ষের (চূড়ান্ত) ৩৩২ জনের মধ্যে ১২১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পরীার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল িি.িহঁ.বফঁ.নফ, ও িি.িহঁনফ.রহভড় ওয়েবসাইট থেকে জানা যাবে। যে কোন মোবাইল থেকে ঝগঝ করেও ফল জানা যাবে। এ েেত্র গবংংধমব অপশনে গিয়ে হঁ<ংঢ়ধপব>ফবম <ংঢ়ধপব> জবম হড় লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করতে হবে। মাদ্রাসাসহ ৫ দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের মাঝির ঘাটে অগ্নিকা-ে মাদ্রাসাসহ ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছে দুইজন। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার বেলা ১১টায় দারুল উলুম নুরানি মাদ্রাসার নিচতলার মার্কেটে পরিমল ওয়ার্কশপে ওয়েল্ডিং কাজ করার সময় আগুনের ফুলকি পার্শ্ববর্তী জ্বালানি তেলের খোলা দোকানে লাগে। সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠলে তেলের ড্রামগুলো বিস্ফোরিত হয়। বিকট শব্দে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পাশের পাঁচটি দোকান ও মাদ্রাসা পুড়ে যায়। অগ্নিকা-ে আহত হয়েছে দোকান কর্মচারী ইমরান ও পথচারী গিয়াস উদ্দিন। জলদস্যুর দখলে তেঁতুলিয়া নদী নিজস্ব সংবাদদাতা, বাউফল/ কলাপাড়া, ১০ সেপ্টেম্বর ॥ তেঁতুলিয়া নদী এখন জলদস্যুদের দখলে। জলদস্যুরা যাত্রীবাহী লঞ্চ, মালবাহী কার্গো, জাহাজ, জেলে নৌকা ও ট্রলারে হানা দিয়ে লুটপাট করছে। সর্বশেষ শুক্রবার রাতে এমভি বন্ধু সরদার নামের একটি লাইটার জাহাজে হানা দিয়ে চালক, সুকানিসহ ৭ জনকে কুপিয়ে টাকা ও মালামাল নিয়ে গেছে। ওই জাহাজটি পায়রা বন্দর থেকে ক্লিংকার বহন করে ঢাকার মেঘনা ঘাটে যাচ্ছিল। পার্শ্ববর্তী ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার চর ভেদুরিয়া ও গঙ্গাপুর এলাকার কয়েকটি জলদস্যু গ্রুপ তেঁতুলিয়া নদীতে এ তা-ব চালাচ্ছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। বাউফলের কালাইয়া নৌ পুলিশ সরঞ্জমাদির অভাব দেখিয়ে ঠুঁটো জগন্নাথ হয়ে রয়েছে। স্থানীয় কয়েক জেলে জানান, গত এক সপ্তাহে জলদস্যুরা কমপক্ষে ১৫টি মাছ ধরার নৌকায় হানা দিয়ে প্রায় ৫০ লাখ টাকার মাছ ও জাল নিয়ে গেছে। বাউফলে টাকার বিনিময়ে খাদ্যবান্ধব তালিকা নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১০ সেপ্টেম্বর ॥ বাউফলে টাকার বিনিময়ে খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকা তৈরির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী খাদ্যবান্ধব তালিকা তৈরির কাজ শুরু করেন ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা। অভিযোগ রয়েছে, এ তালিকা তৈরির সময় ব্যাপক অনিয়ম করা হয়েছে। নির্বাচনকালীন পক্ষ-বিপক্ষ বিবেচনা করে নাম অন্তর্ভুক্তি করা ও নামপ্রতি ২শ’ টাকা করে নেয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়নের হতদরিদ্র এক ব্যক্তি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘নির্বাচনের সময় যারা ফোরকান মেম্বারের পক্ষে কাজ করছেন, তিনি কেবল তাদের নাম দিচ্ছেন। আমি গরিব, কিন্তু ফোরকান মেম্বার আমার নাম দেন নাই।’ এদিকে অভিযোগ উঠেছে কালাইয়া ইউনিয়নের চৌকিদার কালাম মিয়া বিরুদ্ধে। তিনি খাদ্যবান্ধব তালিকার নাম সংগ্রহের সময় মাথাপিছু ২শ’ করে টাকা নিয়েছেন। আর এ টাকা ফোরকান মেম্বার ও তিনি ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন। এ ব্যাপারে ফোরকান মেম্বার ও চৌকিদার কালাম মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। দিনমজুরকে হত্যা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অভয়নগরে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রবি সরদার (৩০) অভয়নগরের একতারপুর গ্রামতলার রউফ সরদারের ছেলে। ফরিদপুরে তিন বসতভিটা নদীগর্ভে নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১০ সেপ্টেম্বর ॥ নদী ভাঙ্গনের কবলে পড়ে তিনটি বসতভিটা ও প্রায় দেড় একর ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শুক্রবার গভীর রাতে চরভদ্রাসন সদর ইউনিয়নে এমপি ডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, এমপি ডাঙ্গি গ্রামের মোঃ ওয়াছেল সিকদার (৬৫), আবুল কালাম মাষ্টার (৬৮) ও আমজেদ ফকিরের বসত ভিটা শুক্রবার রাতে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ওই একই সময় আরও প্রায় দেড় একর ফসলী জমি নদীতে বিলীন হয়। মোঃ ওয়াছেল সিকদার জানান, শুক্রবার রাত ১টার দিকে হঠাৎ করে তাদের বাড়ির পিছনে বাঁধে ভাঙন দেখা দেয়। দেখতে দেখতে কয়েক ঘণ্টার ব্যবধানে ফসলী জমি ও তাদের বসতভিটে নদীগর্ভে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঙ্গন শুরু হলে এলাকাবাসীর সহায়তায় ভাঙন কবলিতরা তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নেয়। ওই এলাকাব বাসিন্দা মোঃ আমীর আলী (৮৭) জানান, নদীর ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কে রয়েছে ওই এলাকার পাঁচটি গ্রামের সহস্রাধিক পরিবারের মানুষ। ধর্ষণের অভিযোগে যুবক আটক স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে নগরীর টিলাগড় এলাকা থেকে এক যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় নিখোঁজ তরুণীকেও উদ্ধার করা হয়। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার ও যুবককে আটক করে র‌্যাব। আটক যুবক সেনুর মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ফাইলগাঁও গ্রামের মাখন মিয়ার পুত্র। জানা যায়, নগরীর মেজরটিলার জাহানপুর এলাকার বাসিন্দা ওই তরুণী গত ৪ সেপ্টেম্বর সকালে নিখোঁজ হয়। এ ঘটনায় শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরিও করেন নিখোঁজ তরুণীর বাবা। জানা যায়, তরুণীর সঙ্গে সেনুর মিয়ার মোবাইল ফোনে পরিচয় ছিল। নিজ বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করে। পরে তাকে নিয়ে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে আত্মীয়স্বজনের বাড়িতে বিবাহবহির্ভূতভাবে একত্রে অবস্থান করে। এ সময় মেয়েটি বিয়ের চাপ দিলেও তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে জোরপূর্বক আটকে রাখা হয়। শুক্রবার মেয়েটিকে একটি মাইক্রোবাসযোগে বিয়ের কথা বলে সিলেটে নিয়ে গেলে র‌্যাব-৯ বিষয়টি জানতে পারে।
×