ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় হত ৫ সিরাজগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৪০

প্রকাশিত: ০৫:৩০, ১০ সেপ্টেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় হত ৫ সিরাজগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে  আহত ৪০

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং কমপক্ষে ৪৫ জন আহত হয়েছে। এর মধ্যে কুমিল্লায় তিনজন এবং টাঙ্গাইলের মির্জাপুর ও চট্টগ্রামের সীতাকু-ে একজন করে নিহত হয়। এছাড়া সীতাকুণ্ড ও বরিশালে ৪৫ যাত্রী আহত হয়। এদিকে সিরাজগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে ৪০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- বাংলানিউজ জানায়, কড্ডার মোড় শহীদ এম মনসুর আলী স্টেশনের পাশে একটি ট্রেনের ছাদ থেকে পড়ে ৪০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, রেললাইন বরাবর উপর দিয়ে যাওয়া টিএ্যান্ডটি, ডিশ ও বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে লেগে বেশ কিছু যাত্রী ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। কুমিল্লা ॥ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামের বাবুর্চী এলাকায় মিনি পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় আহত হয়েছেন আরও কমপক্ষে ৪ জন। এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় জনতা সার্ভিসের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম (২৫) নিহত হন। তিনি দক্ষিণ সমেশপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। মির্জাপুর ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় শহীদ (৪৫) নামে এক আনারস ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টায় মহেড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানায়, ঢাকাগামী আনারস বোঝাই ট্রাকটি সামনে থাকা একটি বাসকে অতিক্রম করার সময় রাস্তার ওপর উল্টে পড়ে। এ সময় ট্রাকের ওপরে থাকা কয়েকজন নিচে পড়ে গেলে পেছন থেকে আসা অপর একটি বাসের চাপায় তারা আহত হন। মুমূর্ষু অবস্থায় আহতদের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় সেখানে শহীদ মারা যান। সীতাকু- ॥ চট্টগ্রামের সীতাকু-ে যাত্রীবাহী বাস ও তেলের লরির সংঘর্ষে হোসেন আলী জয় ওরফে বাবু (২১) নামে এক বাস হেল্পার নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে বাসের অপর ৩০ যাত্রী। শুক্রবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু ঢাকার যাত্রাবাড়ী কোনাপাড়া শাহজালাল সড়ক এলাকার ফজর আলীর পুত্র। বরিশাল ॥ কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাগামী বাস উল্টে ১৫ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×