ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারী ফুটবলারদের হুমকি বিচার দাবিতে সোচ্চার কলসিন্দুরের ক্ষুব্ধ মানুষ ॥ তদন্ত কমিটি

প্রকাশিত: ০৫:১২, ১০ সেপ্টেম্বর ২০১৬

নারী ফুটবলারদের হুমকি  বিচার দাবিতে সোচ্চার  কলসিন্দুরের ক্ষুব্ধ মানুষ ॥ তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ এএফসি-১৬ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নারী ফুটবলাররা ঈদ উপলক্ষে নিজ এলাকায় ফেরার পর থেকে নানামুখী চাপের মুখে পড়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের অব্যবস্থাপনায় বাসে করে ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর নিজ এলাকায় ফেরার পর স্কুল কর্তৃপক্ষের হুমকি ও শরীরচর্চার শিক্ষক জোবেদ তালুকদারের হাতে ফুটবলার তাসলিমার বাবা প্রহৃত হওয়ায় চাপের মুখে পড়েছে দেশের মুখ উজ্জ্বল করা নারী ফুটবলাররা। ইতোমধ্যে তাসলিমার বাবা সবুজ মিয়া অনেকটা ভেঙ্গে পড়েছেন। শুক্রবার তিনি অসুস্থ বোধ করায় বিছানা থেকে উঠতে পারেননি। কথা বলতে রাজি হননি গণমাধ্যম কর্মীদের সঙ্গে। তাসলিমার ভাই আজিজুল হক জানান, বৃহস্পতিবার আওয়ামী লীগের একাধিক নেতা ছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা কলসিন্দুর এসে ঘটনা মীমাংসার কথা বলেছেন। স্থানীয়রাও শুক্রবার বলেছেন ঘটনা মীমাংসা হয়ে গেছে। এ নিয়ে আর কোন রিপোর্ট না করার অনুরোধ করা হয়েছে। এলাকার অপর নারী ফুটবলাররাও বলেছেন, আমরা চাই না এ নিয়ে আর বাড়াবাড়ি হোক। এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে। তবে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশের দাবি-দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। কলেজের গবর্নিং বডির সভাপতি প্রিয়তোষ বিশ্বাস জনকণ্ঠকে জানান, দায়ী শিক্ষক জোবেদ তালুকদারকে সাময়িকভাবে বরখাস্ত করে ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক রতন মিয়াকে আহ্বায়ক এবং কলেজের সহকারী অধ্যাপক নাজমুল হক ও অভিভাবক প্রতিনিধি জুয়েল খানকে সদস্য করে গঠিত ৩ সদস্যের কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তাসলিমা জানায়, ঘটনা নিয়ে অনেক হয়েছে। আমরা বিচার চেয়েছিলাম, পেয়েছি। এ নিয়ে নতুন করে ঝামেলা সৃষ্টি হোক চাই না। গণমাধ্যমে নেতিবাচক খবরসহ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হলে নারী ফুটবলারদের ক্ষতির আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করে ধোবাউড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হেলাল উদ্দিন জানান, নারী ফুটবলাররা দেশ ও বহির্বিশ্বে ধোবাউড়ার কলসিন্দুরকে পরিচয় করিয়ে দিয়েছে। বাফুফে চটে গেলে নারী ফুটবলারদের ক্যারিয়ারে ক্ষতি হতে পারে বলে তার শঙ্কা। এলাকার সচেতন মহলও এমন আশঙ্কার কথা জানিয়েছেন। এদিকে ন্যক্কারজনক এ ঘটনায় ফুটবলারের পরিবার ও কলেজ অধ্যক্ষসহ ক্ষুব্ধ এলাকাবাসী দায়ী শিক্ষকের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে। কলসিন্দুর স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন বলেন, ভবিষ্যতে এ ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি চাই না। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলম জানান, তাসলিমার বাবা সবুজ মিয়াকে মারধরের ঘটনায় মামলায় আসামি জোবেদ তালুকদারকে গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে তাসলিমার পরিবারকে সব ধরনের নিরাপত্তা দেয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। খুলনায় মানববন্ধন ॥ স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, অনুর্ধ-১৬ নারী ফুটবল দলের গোলকিপার তাসলিমার বাবাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, কলসিন্দুর স্কুলের শিক্ষার্থী নারী ফুটবল দলের সদস্যদের তিরস্কার করা ও টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেয়ার হুমকির প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জনউদ্যোগ খুলনার উদ্যোগে শুক্রবার বিকেলে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এ্যাডভোকেট কুদরত-ই-খুদা। সভা পরিচালনা করেন সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন।
×