ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে দুই কংগ্রেস সদস্যের সঙ্গে রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের সাক্ষাত

প্রকাশিত: ০৪:৩৩, ১০ সেপ্টেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রে দুই কংগ্রেস সদস্যের সঙ্গে  রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের  সাক্ষাত

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য গ্রেস মেং ও ক্যাথলিন রাইসের সঙ্গে দেখা করেছেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। ওয়াশিংটনে দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার আলাদাভাবে অনুষ্ঠিত বৈঠকে উগ্রবাদের বিরুদ্ধে লড়াই, নারীর ক্ষমতায়ন ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত সুবিধাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত তাদের বলেন, বাংলাদেশ ও এর বাইরে থেকে জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদ নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র এবং প্রতিবেশীসহ অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। জঙ্গিবাদী শক্তি নির্মূলে গোয়েন্দা তথ্য বিনিময় ও দক্ষতা তৈরির বিষয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চলমান সহযোগিতার গুরুত্ব দুই কংগ্রেস নেত্রীর সামনে তুলে ধরেন জিয়াউদ্দিন। বাংলাদেশসহ সব স্বল্পোন্নত দেশের পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা আদায়ে তাদের সমর্থন চান রাষ্ট্রদূত।
×