ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিজিএফের চাল কালোবাজারে ॥ ৭১ বস্তা উদ্ধার

প্রকাশিত: ০৪:১১, ১০ সেপ্টেম্বর ২০১৬

ভিজিএফের চাল  কালোবাজারে ॥ ৭১ বস্তা উদ্ধার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ঈদ উপলক্ষে সরকারের দেয়া ভিজিএফের চালভর্তি বস্তা কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় এই চাল পেতে বঞ্চিত বেশ কিছু অসহায় পরিবার বিক্ষোভ করলে শুক্রবার দুপুরে ওই এলাকায় অভিযান চালায় জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান ও পুলিশ। অভিযানে ওই ইউনিয়নের পরিষদ ভবন সংলগ্ন নবাবগঞ্জ বাজারের মশিয়ার ও কালামের গুদাম হতে ৭১ বস্তা চাল উদ্ধারের পর তা জব্দ করা হয়। তবে এলাকাবাসী অভিযোগ করেন জব্দকৃত ৭১ বস্তা চাল বাদেও একটি বাড়ি ও আরও দুটি গুদামে ৩০০ বস্তা চাল মজুদ থাকলেও ইউএনও সেই চাল জব্দ না করে অভিযান স্থগিত করেন। জানা যায়, ঈদ উপলক্ষে ওই ইউনিয়নে ছয় হাজার ৮৫২ কার্ডের বিপরীতে ৫০ কেজি ওজনের চালের বস্তা দেয়া হয় এক হাজার ৩৭০ দশমিক ২০ কেজি। গত তিনদিন আগে এই চাল জলঢাকা উপজেলা খাদ্য গুদাম হতে উত্তোলন করে গোলনা ইউনিয়ন পরিষদের গুদামে রাখা হয় । বৃহস্পতি ও শুক্রবার এই চাল বিতরণে অনেক অসহায় কার্ডধারী চাল না পেয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদের গোডাউনে চালগুলো রেখে সিলগালা করা হয়। কালোবাজারে ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবিরের বিরুদ্ধে এই চাল বিক্রির অভিযোগ উঠলেও তিনি তার স¤পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, এসব চাল ব্যবসায়ীরা কার্ডধারী পরিবারগুলোর কাছে কিনে মজুদ করেছে বলে ধারণা করছি।
×