ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় ‘গানে কবিতায় রবীন্দ্রনাথ’ শীর্ষক আয়োজন

প্রকাশিত: ০৪:০৮, ১০ সেপ্টেম্বর ২০১৬

শিল্পকলায় ‘গানে কবিতায় রবীন্দ্রনাথ’ শীর্ষক আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সাম্প্রতিক-ঢাকা ও কবিতাশ্রম আয়োজিত ‘গানে কবিতায় রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ভাস্কর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কবি আলী ইদরীস, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি ম লির সদস্য আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেন ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক রোজিনা ওয়ালী লীনা। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের প্রতি নিবেদিত কবিতা পাঠ করেন কবি বুলবুল মহলানবীশ, কবি গোলাম কিবরিয়া পিনু, কবি মারুফ রায়হান ও কবি সুলতানা শাহবিয়া পিউ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ এরশাদুল হক মিলন ও আমিরুল বাসার বাবু। অনুষ্ঠানে সাম্প্রতিক-ঢাকা ও কবিতাশ্রমের মোট ২০ শিল্পী অংশ নেন। ‘গানে কবিতায় রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন সাম্প্রতিক-ঢাকার সাধারণ সম্পাদক আবৃৃত্তি শিল্পী আমিরুল বাসার বাবু।
×