ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ১০

প্রকাশিত: ০৬:৩৩, ৯ সেপ্টেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত ১০

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গাজীপুর ও গাইবান্ধায় দু’জন করে এবং মুন্সীগঞ্জ, বাগেরহাট, সাভার, ঝিনাইদহ, ঝালকাঠি ও দাউদকান্দিতে একজন করে মোট ১০ জন নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গাজীপুর ॥ কালিয়াকৈরে বৃহস্পতিবার বাসচাপায় মোটরসাইকেল আরোহী দু’যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ কালিয়াকৈর উপজেলার বরইতলী এলাকার মনোরঞ্জন সাহার ছেলে রানা সাহা (২৬) ও টাঙ্গাইলের মির্জাপুর থানার কদিম দেওহাটা গ্রামের অমৃত পালের কলেজ পড়ুয়া ছেলে সুজন পাল (২১)। পুলিশ জানায়, কালিয়াকৈর থেকে মোটরসাইকেলে চড়ে বৃহস্পতিবার সুজন ও রানা ঢাকা যাচ্ছিল। পথে কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী সাহেববাজার বাইপাস এলাকায় ঢাকাগামী দিপু পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে আরোহী ওই দু’যুবক সড়কের ওপর ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর এলাকার রংপুর-বগুড়া মহাসড়কে বুধবার রাত সাড়ে ১১টায় মাইক্রোবাস উল্টে পথচারী নিহত হয়েছেন। এ সময় মাইক্রোবাসে থাকা সাত যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেনÑ গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের মুন্সীপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে জেলাল হোসেন (৬৫) ও পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ি গ্রামের মৃত বাচ্চা মিয়ার স্ত্রী সেজেকা বেগম (৫০)। মুন্সীগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার আলীপুরায় লরিচাপায় ইউছুফ (৩০) নামের এক রিক্সাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান রাজ জানান, সকালে কুমিল্লাগামী একটি লরি ইউছুফের রিক্সাটিকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ইউছুফের বাড়ি যশোরের চৌগাছায়। বাগেরহাট ॥ ফকিরহাটের রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের বারাশিয়া এলাকায় বৃহস্পতিবার মাহেন্দ্র (থ্রি-হুইলার) উল্টে মান্নান আকন (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। নিহত মান্নান শরণখোলার রায়েন্দা এলাকার হাসান আকনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ফকিরহাট থেকে বাগেরহাট যাওয়ার পথে বারাশিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্রটি উল্টে খাদে পড়ে গেলে হাসান আকন নিহত হন। সাভার ॥ আশুলিয়ায় বুধবার রাতে যাত্রীবাহী বাসচাপায় গুরুতর আহত রিপন মিয়া (৩০) নামের এক তৈরি পোশাক কারখানার শ্রমিক বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে মারা গেছেন। তিনি বগুড়ার সোনাতলা থানার হাসরাজ গ্রামের হাবিবুর সরকারের ছেলে। বুধবার রাতে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রাতে নিজ কর্মস্থল ‘সিলভার গার্মেন্টস’-এর অপারেটর রিপন ছুটির পর জিরাবো বাসস্ট্যান্ড দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঝিনাইদহ ॥ ট্রাকের ধাক্কায় আনিছুর রহমান (৩৫) নামে এক নসিমনচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের লাউদিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের গোলাম আলী খাঁর ছেলে। সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, সকালে আনিছুর রহমান কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রাম থেকে নসিমনে পান নিয়ে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। পথে সড়কের লাউদিয়া নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ঝালকাঠি ॥ ঝালকাঠি-বরিশাল সড়কের নলছিটির ঢাপড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত শিশু মনিরা (৭) মারা গেছে। বুধবার রাত ১১টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু ঘটে। সে রূপচন্দ্রপুর গ্রামের মনির হোসেনের কন্যা। দাউদকান্দি ॥ বৃহস্পতিবার দাউদকান্দিতে গাড়িচাপায় এক পথচারী নিহত হয়েছেন। দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর পেন্নাই এলাকায় রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী গাড়ির চাপায় এমআর খান (৪০) নামে এক পথচারী নিহত হন।
×