ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন ২৩ অক্টোবর

প্রকাশিত: ০৫:৫২, ৯ সেপ্টেম্বর ২০১৬

নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন ২৩ অক্টোবর

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ নিউইয়র্ক অঞ্চলে বসবাসরত বাংলাদেশীদের সর্ববৃহৎ সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন ঘিরে সর্বত্র সাজ-সাজ রব উঠেছে। ১৮ হাজার ৫৫৩ ভোটারের এ নির্বাচনে ১৯ পদে ৩৯ প্রার্থী লড়ছেন। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের বাইরে সভাপতি পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হয়েছেন প্রবাসে সততার অনন্য উদাহরণ সৃষ্টিকারী ওসমান চৌধুরী। অপরদিকে ‘কুনু-আজম প্যানেলে সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু এবং সাধারণ সম্পাদক পদে কাজী আজম লড়ছেন। অপর প্যানেল ‘কামাল-রুহুল প্যানেল’-এ সভাপতি পদে কামাল আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন রুহুল আমিন সিদ্দিকী। ২৩ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে ৫টি কেন্দ্রে। কুইন্সে-৩টি, ব্রুকলীন এবং ব্রঙ্কসে একটি করে। গত রবিবার উৎসবের আমেজে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
×