ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার ॥ রেজাউলসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল

প্রকাশিত: ০৫:৫৩, ৮ সেপ্টেম্বর ২০১৬

যুদ্ধাপরাধী বিচার ॥ রেজাউলসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের রেজাউল করীমসহ ৮ রাজাকারের বিরুদ্ধে ফরমাল চার্জ (অভিযোগপত্র) দাখিল করেছে প্রসিকিউশন। আগামী ১৮ সেপ্টেম্বর এই ফরমাল চার্জের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ প্রদান করেছেন। প্রসিকিউটর আলতাফ উদ্দিন আহমেদ ও প্রসিকিউটর আবুল কালাম ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেন। গত ৪ মে তদন্ত সংস্থা এই মামলাটির তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। এই মামলায় ময়মনসিংহ জামালপুরসহ মোট আসামি ৮ জন। তারা হলো- রেজাউল করীম ওরফে আক্কাস মৌলভী (৬৫), এবিএম ইউনুস আলী (৬৫), তার ছোট ভাই মোঃ ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলম (৬০), মোঃ ওমর ফারুক (৭০), মোঃ নাসির উদ্দিন (৬৪), মোঃ ইসমাইল হোসেন (৬৫), একেএম বেলায়েত হোসেন (৬৪) ও কাজী বদরুজ্জামান (৬৫)। এর মধ্যে ৪ আসামি গ্রেফতার রয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলো, রেজাউল করীম ওরফে আক্কাস মৌলভী (৬৫), এবিএম ইউনুস আলী (৬৫) ও তার ছোট ভাই মোঃ ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলম (৬০), মোঃ ওমর ফারুক (৭০)। জানা যায়, ময়মনসিংহে এই ৮ জনের বিরুদ্ধে চার খ-ে ৪শ’ ২২ পৃষ্ঠার প্রতিবেদনে ৮টি অভিযোগ আনা হয়েছে। মামলায় ২০১৫ সালের ১ মে থেকে তদন্ত শুরু করে ২০১৬ সালের ৪ মে পর্যন্ত তদন্ত শেষ করে প্রতিবেদন চূড়ান্ত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মোঃ মতিউর রহমান ও মোঃ রুহুল আমিন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৪৬ জন সাক্ষী রয়েছে।
×