ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:২৭, ৭ সেপ্টেম্বর ২০১৬

কুমিল্লায় খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৬ সেপ্টেম্বর ॥ কুমিল্লায় মাহবুবুল আলম ওরফে কালু নামে মুরগি ও মাছের খামারের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার সমুহারপাড় এলাকার একটি ব্রিক ফিল্ডসংলগ্ন খামার পাহারার একটি ঘরে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। মঙ্গলবার দুপুরে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহত কর্মচারী কালু আদর্শ সদর উপজেলার দৈয়ারা গ্রামের আবদুল লতিফের ছেলে। জানা যায়, আদর্শ সদর উপজেলার কমলাপুর গ্রামের ফয়েজ আহমেদের ছেলে আরিফুল ইসলামের মালিকানাধীন মুরগি ও মাছের খামারের কর্মচারী ছিলেন মাহবুবুল আলম কালু (২৬)। ওই খামার পাহারা দেয়ার জন্য খামারের পাশে নির্মিত একটি ছোট্ট ঘরে তিনি রাতে একা থাকতেন। সোমবার রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। কোতোয়ালি মডেল থানার ওসি আবদুর রব জানান, দুপুরের দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সালথায় গৃহবধূর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, সালথায় রেশমা (১৯) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার গট্টি ইউনিয়নের কানাইড় গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশ পুলিশ উদ্ধার করে। তিনি কানাইড় গ্রামের সুবাহান মাতুব্বরের মেয়ে ও একই গ্রামের জালাল শেখের স্ত্রী। পুলিশ জানায়, ধানক্ষেত থেকে ওই গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
×