ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতিদিন কমলাপুর থেকে ছেড়ে যাবে ৬৯ ট্রেন

ট্রেনে ঘরমুখো মানুষের যাত্রা শুরু আজ

প্রকাশিত: ০৫:৫৭, ৭ সেপ্টেম্বর ২০১৬

ট্রেনে ঘরমুখো মানুষের যাত্রা শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-আযহা উপলক্ষে ট্রেনে অগ্রিম টিকেট নেয়া ঘরমুখো মানুষের যাত্রা শুরু হচ্ছে আজ বুধবার থেকে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের সিডিউল বিপর্যয় ঠেকাতে নেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। এছাড়াও যাত্রী নিরাপত্তায় রেল পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এদিকে এবারের ঈদ উপহার হিসেবে ঢাকা-মোহনগঞ্জ (নেত্রকোনা) রুটে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ নামে আজ চালু হচ্ছে নতুন আন্তঃনগর ট্রেন। দুপুরে কমলাপুর রেল স্টেশনে রেলমন্ত্রী মুজিবুল হক ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এদিকে, ট্রেনের ফিরতি টিকেট বিক্রি কার্যক্রম চলছে। রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, ঈশ্বরদী, রাজশাহী, দিনাজপুর ও লালমনিরহাটসহ বড় স্টেশনগুলো থেকে ২৯ আগস্ট থেকে একযোগে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয। চলে টানা পাঁচ দিন পর্যন্ত। কমলাপুর রেল স্টেশনের ২৩টি কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করেন ঘরমুখো মানুষ। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রায় কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন ৬৯টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। দিনে বিক্রি হবে প্রায় ৪৫ হাজার টিকেট। এর মধ্যে অগ্রিম টিকেট বিক্রি হয়েছে ২২ হাজার ৬৭৬টি। প্রতিবারের মতো এবারও ৬৫ ভাগ টিকেট দেয়া হয় সাধারণ যাত্রীদের জন্য। আগামী ১৩ সেপ্টেম্বর ঈদ-উল-আযহা হবে। তবে ১২ সেপ্টেম্বর ঈদ ধরে টিকেট বিক্রি শেষ হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, ২৯ আগস্ট বিক্রি হয়েছে ৭ সেপ্টেম্বর যাত্রার টিকেট। একই ভাবে ৩০ আগস্ট ৮ সেপ্টেম্বরের, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের ও ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের অগ্রিম টিকেট বিক্রি করা হয়েছে। ঈদ একদিন পিছিয়ে যাওয়ায় ১২ সেপ্টেম্বরও নিয়মিত ট্রেন চলবে। ঈদের আগের দিনের অগ্রিম টিকেট বিক্রি চলছে কমলাপুরসহ অন্যান্য রেল স্টেশন থেকে। এবার ঈদে ঢাকা থেকে সারাদেশে দুই লাখ ৬০ হাজার যাত্রীর যাতায়াতের ব্যবস্থা নেয়া হয়েছে। আগেরবার দুই লাখ ৫০ হাজার যাত্রী টেনেছিল রেলওয়ে। এছাড়াও ৫ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে ফিরতি ট্রেনের অগ্রিম টিকেট। ৫ সেপ্টেম্বর দেয়া হয়েছে ১৪ সেপ্টেম্বরের টিকেট। ৬ সেপ্টেম্বর দেয়া হয় ১৫ সেপ্টেম্বরের, ৭ সেপ্টেম্বর দেয়া হবে ১৬ সেপ্টেম্বরের, ৮ সেপ্টেম্বর দেয়া হবে ১৭ সেপ্টেম্বরের ও ৯ সেপ্টেম্বর দেয়া হবে ১৮ সেপ্টেম্বরের ফিরতি অগ্রিম টিকেট। ঈদ উপলক্ষে ১১ ও ১২ সেপ্টেম্বর (ঢাকা-কলকাতা) মৈত্রী ট্রেন চলাচল বন্ধ থাকবে। ৭ সেপ্টেম্বর থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে না। রেলওয়ে সূত্রে জানা গেছে, ১০ দিন আগে থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। আগে পাঁচ দিন আগে অগ্রিম টিকেট সংগ্রহ করার নিয়ম ছিল। চলতি মাস থেকে নতুন নিয়মে কমলাপুর রেলওয়ে স্টেশনে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন বলেন, এবারের ঈদ উপলক্ষে রেলের বহরে থাকা এক হাজার ছয়টি কোচের সঙ্গে আরও ১৪০টি কোচ যোগ করা হয়েছে। এছাড়া নিয়মিতভাবে চলাচলকারী ২০২টি ইঞ্জিনের সঙ্গে যুক্ত হয়েছে আরও ১৮টি ইঞ্জিন। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জনকণ্ঠকে বলেন, ঈদযাত্রা যেন নিরাপদ হয় সেজন্য রেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ট্রেনের সিডিউল বিপর্যয় ঠেকাতে আগে থেকেই আমাদের প্রস্তুতি আছে। এ ব্যাপারে রেল বিভাগের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও যাত্রী নিরাপত্তায় স্টেশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও মোবাইল ও অনলাইনে ২৫ ভাগ, ভিআইপি ৫ ভাগ ও রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫ ভাগ টিকেট বিক্রি বরাদ্দ ছিল। বাকি ৬৫ ভাগ সাধারণ যাত্রীদের জন্য। তিনি জানান, অগ্রিম টিকেটের বাইরে নিয়মিত ২২ হাজার টিকেট বিক্রি হয়েছে। এবারের ঈদে নেত্রকোনার মোহনগঞ্জ পর্যন্ত নতুন ট্রেন চালুর কথা জানিয়ে তিনি বলেন, ৮ সেপ্টেম্বর থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে। প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিটে কমলাপুর থেকে ট্রেনটি ছেড়ে যাবে। একটি এসি কামরায় থাকবে ৫৮টি আসন। এছাড়া প্রতিদিন ১৩৮টি ট্রেন কমলাপুরে আসা-যাওয়া করবে। মঙ্গলবার কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা গেছে ফিরতি টিকেট নেয়ার কোন ভিড় নেই। বেশিরভাগ কাউন্টার ছিল ফাঁকা। কাউন্টার সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনলাইনে ফিরতি টিকেট দেয়া হচ্ছে। কিন্তু সবাই এখন বাড়ি ফেরার ব্যস্ত। তাই ঢাকায় ফিরতি টিকেট কাটার আগ্রহ একেবারেই কম। নিজ নিজ এলাকা থেকে বেশিরভাগ যাত্রী আগেভাগেই ফিরতি টিকেট সংগ্রহ করছেন।
×