ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বেড়েছে

প্রকাশিত: ০৩:৪৩, ৭ সেপ্টেম্বর ২০১৬

পুঁজিবাজারে সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি সপ্তাহে তৃতীয় দিনের মতো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের সঙ্গে ডিএসইতে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন। দিনটিতে উভয় পুঁজিবাজারে শক্ত মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানির দর ও চাহিদা বাড়তে দেখা গেছে। বিশেষ করে জ্বালানি এবং শক্তি খাতের তিনটি কোম্পানি লেনদেনের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৪৭৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫০ কোটি ৫৭ লাখ টাকা বেশি লেনদেন। সোমবার ডিএসইতে ৪২৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৬৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, ডরিন পাওয়ার, সিঙ্গার বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট, আলহাজ টেক্সটাইল, মবিল যমুনা বিডি, একমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল টিউবস ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এ্যাপেক্স ফুডস, গ্লোবাল হেভি কেমিক্যাল, এমবে ফার্মা, কেডিএস এক্সেসরিজ, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, নদার্ন জুটস, মেঘনা সিমেন্ট, ফার্মা এইড ও ফাস ফাইনান্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়ার, মেঘনা লাইফ, প্রগতি ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, মাইডাস ফাইনান্স, কে এ্যান্ড কিউ এবং সাফকো স্পিনিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
×