ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীর মৃত্যুর প্রতিবাদে টঙ্গীতে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৬:০০, ৬ সেপ্টেম্বর ২০১৬

স্কুলছাত্রীর মৃত্যুর প্রতিবাদে টঙ্গীতে সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৫ সেপ্টেম্বর ॥ টঙ্গী সফিউদ্দিন স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে সোমবার সকালে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রীর নাম তাসনিম আক্তার রাফা। সে সপ্তম শ্রেণির ছাত্রী। বিক্ষোভের সময় রাফার নিহতের ঘটনায় বাসচালককে গ্রেফতার ও কলেজগেট এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানায় শিক্ষার্থীরা। সফিউদ্দিন সরকার স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী তাসনিম আক্তার রাফা বাসায় ফেরার পথে রবিবার বিকেলে বলাকা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। যৌক্তিক হোল্ডিং ট্যাক্স নির্ধারণ দাবি ব্যবসায়ীদের স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ যৌক্তিক হোল্ডিং ট্যাক্স নির্ধারণ, ট্রেড লাইসেন্স ও প্রিমিসেস লাইসেন্স ফি হ্রাস, নগরীর সোনাদিঘী ও ভুবন মোহন পার্ক দখল মুক্ত করে সংস্কারের দাবি জানিয়েছে রাজশাহীর ব্যবসায়ী নেতারা। সোমবার দুপুরে রাজশাহী সারারণ গ্রন্থাগারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, অবিলম্বে এসব দাবি পূরণ না হলে ব্যবসায়ীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঈদের পর থেকে ধারাবাহিক আন্দোলন কর্মসূচী ঘোষণা করবে। রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, ব্যবসায়ী সমন্বয় কমিটির সদস্য সচিব সেকেন্দার আলী, বক্তব্য রাখেন ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহ্বায়ক মোঃ সামশুদ্দিন, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আকুঞ্জি, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম প্রমুখ। সংবাদ সম্মেলন থেকে আরও বলা হয়, নগরীতে প্রয়োজনীয় স্লটার হাউজ নির্মাণ, নির্মাণাধীন মার্কেটগুলোর কাজ শেষ করে ব্যবসায়ীদের বুঝিয়ে দেয়া, বড়কুঠির ভাগাড়টি স্থানান্তর, বেওয়ারিশ কুকুর নিধন ও মশক নিধনে জোর দিতে হবে। পাওনা টাকা চাওয়ায় হাতুড়িপেটা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৫ সেপ্টেম্বর ॥ পাওনা টাকা চাইতে গেলে বেধড়ক হাতুড়ি পেটা করা হয়েছে সুজন ব্যাপারীকে। সিনেমা স্টাইলে সুজনের মাথা থেঁতলে দেয়া হয়েছে। শরীরে অসংখ্য আঘাত করা হয়েছে। সুজনকে গুরুতর আহত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুজনের অভিযোগ, ধার নেয়া টাকা চাইতে গেলে একই এলাকার সন্ত্রাসী পরিতোষ ও শামীম তার ওপর দিনদুপুরে এমন হামলা চালায়। সুজনের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে। দেশীয় অস্ত্রসহ আটক ৫ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৫ সেপ্টেম্বর ॥ করিমগঞ্জ উপজেলা পরিষদের তাওসিফ কবির ছায়েমসহ ৫ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আটককৃত অন্যরা হলো-আবুল কালাম, মন্টু মিয়া, শান্ত মিয়া ও সবুজ মিয়া। তাদের কাছ থেকে দুটি রামদা, একটি বড় তলোয়ার, তিনটি বর্শা ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে। আটকৃতরা স্থানীয়ভাবে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানান, সোমবার ভোরে নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর গ্রামে ছায়েমের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অপহৃত স্কুলছাত্রী দেড় মাস পর উদ্ধার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাঘা উপজেলা সদরের সালামি একাডেমি স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের দেড় মাস পর উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাতে পুলিশ তাকে উদ্ধার করে। জানা যায়, ১৩ জুলাই বাঘা শাহদৌলা ডিগ্রী কলেজ এলাকা থেকে উপজেলার ছাতারি গ্রামের আলাউদ্দিনের ছেলে জনি আহম্মেদ ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন অপহৃতার বাবা বাদী হয়ে দুইজনকে অভিযুক্ত করে বাঘা থানায় মামলা দায়ের করেন। মামলার পর জনির দুলাভাই জোবায়েন হোসেন বিদ্যুতকে প্রথমে পুলিশ গ্রেফতার করে। তবে কয়েক দিনের মধ্যে সে জামিনে বেরিয়ে আসে। এদিকে প্রায় দেড় মাসেও ওই ছাত্রীর সন্ধান না পেয়ে রবিবার রাতে অভিযান চালিয়ে জনির বাবা আলাউদ্দিনকে আটক করে।
×