ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুপার জিনিয়াস

প্রকাশিত: ০৫:৪৫, ৫ সেপ্টেম্বর ২০১৬

সুপার জিনিয়াস

১২ বছর বয়সী একটা ছেলে কোন ক্লাসে পড়তে পারে? বড়জোর হাইস্কুল অথবা প্রাইমারী। কিন্তু এই বয়সে নিউইয়র্কের বিশ্বখ্যাত কর্নেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে রেকর্ড গড়ল জেরেমি সুলের নামের এক সুপার জিনিয়াস। কারণ জেরেমি সুলেরই প্রথম যে এত কম বয়সে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করল। শনিবার কর্নেল বিশ্ববিদ্যালয়ের আইভি লীগ স্কুলে দুই বছর মেয়াদী প্রকৌশল ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছে জেরেমি। খবরে উল্লেখ করা হয়েছে, মাত্র দুই বছর বয়সে ইংরেজী ও কোরিয়ান ভাষা পড়া শেখে জেরেমি। ৬ বছর বয়সে ক্যালকুলাসের ওপর অধ্যায়ন শুরু করে। মাত্র ১০ বছর বয়সে কলেজের এ্যাডভান্সড প্লেসমেন্ট টেস্টে গণিত ও বিজ্ঞান সংশ্লিষ্ট সাত বিষয়ে অতিরিক্ত ক্রেডিট অর্জন। এ বিষয়ে কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডীন লেন্স কলিন্স বলেন, জেরেমি সুলের সম্পর্কে পূর্বানুমান করা কঠিন। আবার এই ডিগ্রী অর্জনও সহজ নয়। তবে আমি মনে করি কেউ সঠিক পথে হাঁটলে অবশ্যই সমস্যার সমাধান সম্ভব। হয়ত এক সময় আমরা যা ভাবতে পারতাম না জেরেমি সুলের ঠিকই তা করে দেখাবে। খবরটি সত্যিই বিস্ময়কর। জেরেমির বাবা-মা উভয়ই মহাকাশ বিজ্ঞানী। এখন তার বাবা-মা উভয়ই নিউইয়র্কে ছেলের সঙ্গেই থাকবে। কারণ জেরেমি সুলের এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীর মতো প্রাপ্তবয়স্ক নয়। -ইউপিআই ও ফক্স নিউজ।
×