ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাহিদার তুলনায় বেশি আমদানির সম্ভাবনা

এখনই কোরবানির পশু আসতে শুরু করেছে রাজধানীর হাটে

প্রকাশিত: ০৫:৪১, ৫ সেপ্টেম্বর ২০১৬

এখনই কোরবানির পশু আসতে শুরু করেছে রাজধানীর হাটে

অর্থনৈতিক রিপোর্টার ॥ নির্ধারিত সময়ের আগেই রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। একই সঙ্গে খুব জোরেশোরে চলছে রাজধানীর অস্থায়ী পশুর হাট গোছানোর কাজ। রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৪টি স্থানে। হাটগুলোর গ-ি নির্দিষ্ট স্থানেই সীমাবদ্ধ রাখতে ইজারাদারদের প্রতি নির্দেশনা রয়েছে দুই সিটি কর্পোরেশনের। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে নগর কর্তৃপক্ষ ঈদের তিন দিন আগে থেকে পশু বিক্রির নিয়ম বেঁধে দিয়েছে। সে হিসেবে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে পশু বিকিকিনি। তবে এবার ঈদ একদিন পিছিয়ে যাওয়ায় হাটে পশু বিক্রি হবে মোট ৪ দিন। হাট তদারকির দায়িত্বে থাকা ইজারাদারের লোকজন বলছেন, আগে থেকেই যেভাবে হাটে কোরবানির পশু আসতে শুরু করেছে তাতে এবার গরু সঙ্কট তো হবেই না, বরং চাহিদার তুলনায় বেশি পশু আসার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, রাজধানীতে এবার ২৪টি স্থানে পশুর হাট বসবে, যার মধ্যে গাবতলী স্থায়ী পশুর হাটও রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে হাট বসবে ১০টি। এর মধ্যে নয়টি অস্থায়ী আর গাবতলী হাটটি স্থায়ী। প্রথমে আটটি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত থাকলেও পরে মহাখালীর কড়াইল এলাকায় অবস্থিত বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের মাঠে নতুন আরেকটি হাট বসানোর অনুমতি দিয়েছে ডিএনসিসি। আর রায়েরবাজার কবরস্থানসংলগ্ন পশ্চিমাঞ্চল পুলিশ লাইনের জন্য নির্ধারিত খালি জমিতে হাট বসানোর অনুমতি দিয়ে পরে সেটি বাতিল করে ডিএনসিসি। বাংলাদেশ তাঁত বোর্ডের আপত্তির কারণে ডিএনসিসি ভাষানটেক এলাকার বেনারসি পল্লীর মাঠে অস্থায়ী পশুর হাট বসাতে পারছে না। ডিএনসিসির বসানো অস্থায়ী হাটগুলো হচ্ছে কুড়িল ফ্লাইওভার-সংলগ্ন পূর্বাচলমুখী ৩০০ ফুট প্রশস্ত সড়কের পাশের বাংলাদেশ পুলিশের হাউজিংয়ের জমি ও আশপাশের খালি জায়গা, উত্তরা ১৫ ও ১৬ নম্বর সেক্টরের মধ্যবর্তী সেতুসংলগ্ন খালি জায়গা, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, মহাখালীর কড়াইল এলাকার টিএ্যান্ডটি মাঠ, মিরপুর সেকশন-৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের খালি জায়গা, বাড্ডা (ইন্দুলিয়া, দাউদকান্দি, বাঘাপুর) পশুর হাট, আশিয়ান সিটি হাউজিং পশুর হাট ও ভাটারা (সাইদনগর) পশুর হাট। দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) হাট বসছে ১৪টি। প্রথমে ডিএসসিসির তালিকাভুক্ত হাটের সংখ্যা ১২টি থাকলেও পরে তালিকায় আরও দুটি নতুন হাট যুক্ত হয়। কর্পোরেশন এলাকায় নতুন আটটি ইউনিয়ন যুক্ত হওয়ায় দুটি হাটও যুক্ত হয়েছে। হাট দুটি হচ্ছে শ্যামপুর ও দনিয়া। শ্যামপুর হাটটির বরাদ্দ নিয়ে শুরুতে জটিলতা দেখা দিলেও পরে তা কেটে যায়। ইতোমধ্যে নতুন এই হাট দুটির বরাদ্দ চূড়ান্তও করে ফেলেছে সংস্থাটি। তবে এখনও লালবাগ মরহুম হাজী দেলোয়ার হোসেন খেলার মাঠটির ইজারাদার চূড়ান্ত করতে পারেনি ডিএসসিসি। ডিএসসিসির চূড়ান্ত করা হাটগুলো হচ্ছে রহমতগঞ্জ খেলার মাঠ, খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারের হাট, সাদেক হোসেন খোকা খেলার মাঠ, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন মৈত্রী সংঘের মাঠ, ধূপখোলার ইস্ট এ্যান্ড ক্লাব মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট-সংলগ্ন খালি জায়গা, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধসংলগ্ন জায়গা, জিগাতলা হাজারীবাগ মাঠ, যাত্রাবাড়ী কাঁচাবাজারের ভেতরের জায়গা, ব্রাদার্স ইউনিয়ন-সংলগ্ন বালুর মাঠ, কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা এবং শ্যামপুর ও দনিয়া হাট। সরেজমিন রাজধানীর বেশ কয়েকটি পশুর হাট ঘুরে দেখা যায়, ঈদ-উল-আযহাকে ঘিরে অনেকটা আগেভাগেই রাজধানীর পশুর হাটগুলোতে কোরবানির পশুর আমদানি শুরু হয়েছে।
×