ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ

টানা চার জয়ে মূলপর্বে বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ০৬:০১, ৪ সেপ্টেম্বর ২০১৬

টানা চার জয়ে মূলপর্বে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার ॥ আগের ম্যাচগুলোতে তাৎক্ষণিক তেমন উল্লাস করতে দেখা যায়নি, কিন্তু শনিবার জয়ের পর কৃষ্ণা-সানজিদারা যেন আকাশে উড়তে চাইছিল। শেষ বাঁশি বাজতেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাইক্রোফোনে ডোয়াইন ব্রাভোর সেই ‘চ্যাম্পিয়ন-চ্যাম্পিয়ন’ সুর। ড্রেসিং রুমের কর্তাদের হাই-ফাইভের আনন্দ ছড়িয়ে পড়ল গ্যালারি পর্যন্ত। আহা কতদিন পর দেশের ফুটবলে এমন দৃশ্য...। হবেই বা না কেন? বাছাইয়ে শক্তিধর চাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো ‘এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের’ মূলপর্বের টিকেট পেল বাংলাদেশ। টুর্নামেন্টের আগে অবশ্য বাংলাদেশকে কেউ সেভাবে হিসেবে ধরেনি। তবে কোচ গোলাম রব্বানি ছোটনের কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। তাকে আত্মবিশ্বাসী করে তুলেছিল অনুর্ধ-১৪ টুর্নামেন্টে পরপর দুটি শিরোপা। ছোটনের ছাত্রীরা সেটি মাঠেও অনুবাদ করে দেখাল। চাইনিজ তাইপে ভয়ঙ্কর প্রতিপক্ষ। প্রথমেই গোল করে সেই ভয়টাকে আরও বাড়িয়ে দিয়েছিল খর্বকায় গড়নের ওইসব মেয়েরা। ১১ মিনিটে তাইপেকে ১-০তে এগিয়ে দেয় সু ইউ সুয়ান। শুরুতেই ধাক্কা খেয়ে যেন বারুদ হয়ে জ্বলে ওঠে বাংলার মেয়েরা। প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো পুতুল খেলায় মেতে ওঠে সানজিদারা! ২৮ মিনিটে পেনাল্টি পেয়ে যায় বাংলার দামাল মেয়েরা। পেনাল্টি থেকে ১-১ সমতা ফেরায় শামসুন্নাহার। ৩৭ মিনিটেই আরও একটি পেনাল্টি থেকে ২-১এ এগিয়ে দেয় সে। ৫৬ মিনিটের সময় আনুচিং মুগিনির গোলে ব্যবধান কমায় তাইপে (৩-১)। ৭৮ মিনিটে মার্জিয়া ব্যবধান বাড়িয়ে ৪-১ করে! ৮৮ মিনিটে তাইপের হয়ে ব্যবধান কমায় উ ইউ জু। ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনুর্ধ-১৬ মেয়েরা। টুর্নামেন্টের শুরু থেকেই রীতিমতো উড়ছে কৃষ্ণা-সানজিদারা। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইরানকে ৩-০ গোলে হারিয়ে সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসার সুযোগ করে দেয় ছোটনের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচেও সিঙ্গাপুরকে ৫-০ ব্যবধানে হারিয়ে পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখে স্বাগতিক মেয়েরা। তবে বড় চমকটা দেখায় কিরগিজস্তানের বিপক্ষে। সেদিন ১০-০ গোলে জয়ের পথে রীতিমতো চমকে দেয় বাংলার কিশোরীরা। তবু আতঙ্কের নাম ছিল চাইনিজ তাইপে। কেননা বাংলাদেশের মতো তারাও যে নিজেদের প্রথম তিন ম্যাচের সবকটিতে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিয়েছিল। তাই এই ম্যাচটাই ছিল প্রথম বড় পরীক্ষা এবং মূলপর্বে উত্তোরণের পথে প্রধান বাধা। কিন্তু সব সংশয় উড়িয়ে দিয়ে শক্তিধর চাইনিজ তাইপের বিপক্ষেও নজরকাড়া পারফর্মেন্স উপহার দিল বাংলার একঝাঁক প্রজাপতি মেয়েরা। প্রথমবারের মতো লাল সবুজের দেশকে নিয়ে গেল এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের মূল পর্বে। ঢাকায় অনুষ্ঠিত চলমান বাছাইপর্বে এই ম্যাচটাই ছিল সবচেয়ে আলোচিত। কারণ মুখোমুখি হয়েছিল সেরা দুইদল। সেখানে অব্যাহত থাকল মার্জিয়া-কৃষ্ণা-সানজিদাদের দাপট। বাংলাদেশের ফুটবলে একই সঙ্গে দুটি ভিন্ন অনুভূতি সঙ্গী হলো। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে ৫-০ গোলে লজ্জার হারের পর দেশে ফিরেছে বাংলাদেশ পুরুষ জাতীয় দল। অথচ বঙ্গবন্ধু স্টেডিয়াম মাতিয়ে ছোট ছোট মেয়েরা কি দারুণ জয়টাই না উপহার দিল। ‘সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। এখন আমরা টপ পজিশনে। মেয়েদের স্যালুট। তারা ইতিহাস গড়েছে। অনুর্ধ-১৪ পর্যায়ে তারা সম্প্রতি যে দুটি শিরোপা জিতেছিল, সেই অভিজ্ঞতাকে তারা ভালমতো কাজে লাগিয়েছে।’ ছোটনের অনুভূতি।
×