ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাকিব খান বনাম অনন্ত জলিল!

প্রকাশিত: ০৪:১৩, ৪ সেপ্টেম্বর ২০১৬

শাকিব খান বনাম অনন্ত জলিল!

সংস্কৃতি ডেস্ক ॥ দেশীয় চলচ্চিত্রের আলোচিত এবং জনপ্রিয় দুই চিত্রনায়ক শাকিব খান ও অনন্ত জলিল। এবারের ঈদ-উল-আযহায় সাত দিনজুড়ে তারা থাকবেন জিটিভির পর্দায়। ঈদের দিন থেকে ৭ম দিন ‘রোমান্টিক সিনে ফেস্ট’-এ দুপুর ৩টায় প্রচার করা হবে এই জনপ্রিয় দুই তারকার ৭টি জনপ্রিয় চলচ্চিত্র। উল্লেখ্য, বিগত ঈদ-উল-আযহা এবং ঈদ-উল-ফিতরের মতো এবারের ঈদ-উল-আযহায়ও জিটিভি আয়োজন করেছে ৭ দিনের বিরতিহীন বিশেষ অনুষ্ঠানমালা। ঈদের দিন প্রচার হবে শাকিব খান অভিনীত এবং মোহাম্মদ হোসেন জেমী পরিচালিত রোমান্টিক চলচ্চিত্র ‘ভালবাসার লাল গোলাপ’। এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন- ববিতা, অপু বিশ্বাস, পূর্ণিমা প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে অনন্ত জলিল অভিনীত এবং অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম’। এ চলচ্চিত্রে অনন্তের সঙ্গে আরও আছেন- বর্ষা, মিশা সওদাগর প্রমুখ। ঈদের তৃতীয় দিন প্রচার হবে অনন্ত জলিল অভিনীত এবং পরিচালিত চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম-২’। এ চলচ্চিত্রে অনন্তের সঙ্গে আছেন- বর্ষা, সোহেল চৌধুরী, চম্পা, মিশা সওদাগর প্রমুখ। ঈদের চতুর্থ দিন প্রচার হবে শাকিব খান ও জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘পূর্ণদৈঘ্য প্রেম কাহিনী’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাফি উদ্দিন। পঞ্চম দিন প্রচার হবে অনন্ত জলিল অভিনীত এবং পরিচালিত চলচ্চিত্র ‘নিঃস্বার্থ ভালবাসা’। এতে অনন্তের সঙ্গে আরও আছেন- রাজ্জাক, বর্ষা, মিশা সওদাগর প্রমুখ। ষষ্ঠ দিন প্রচার হবে শাকিব খান অভিনীত এবং আজিজুর রহমান বুলি পরিচালিত চলচ্চিত্র ‘বন্ধু যখন শত্রু’। এতে অভিনয় করেছেন- পূর্ণিমা, মিশা সওদাগর, রাজিব প্রমুখ। সপ্তম দিন প্রচার হবে শাকিব খান অভিনীত এবং পি এ কাজল পরিচালিত চলচ্চিত্র ‘আমার প্রাণের স্বামী’। এতে অভিনয় করেছেন- শাবনুর, নিপূণ, মিশা সওদাগর প্রমুখ।
×