ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এলএনজি টার্মিনাল বসাতে তিন দেশ আগ্রহী

প্রকাশিত: ০৪:০৮, ৪ সেপ্টেম্বর ২০১৬

এলএনজি টার্মিনাল বসাতে তিন দেশ আগ্রহী

অর্থনৈতিক রিপোর্টার ॥ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল শেষ বারের মতো জ্বলে উঠেছিল ১৯৮৮তে অলিম্পিকের আসরে। তার পর সেই যে নিভল, সলতে উস্কানোর সুযোগ রইল না। সমালোচনার ঝড়ে দক্ষিণ কোরিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি পার্ক গেউন হাই। বিরোধীরা বলছে, ২০১২ তে লন্ডন অলিম্পিকের পর ব্রিটেন তরতরিয়ে কোথায় উঠে গেল। পদক তালিকায় এ বার দ্বিতীয়। আমেরিকার পরই। চীনের লম্ফঝম্প কমেছে। ব্রিটেনের থেকে তারা পিছিয়ে। তালিকায় দক্ষিণ কোরিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে অনেক নিচে। গেউন হাই জানিয়েছেন, সিওল থেকে ১৪০ কিলোমিটার দূরে গোয়াং জু’তে গড়ে উঠছে নতুন রাজধানী। অতীত ভুলে এবার নতুন যাত্রা। পূর্ব এশিয়ায় প্রতিবেশী দেশ চীন, জাপানকে নিয়ে আর ভাবার দরকার নেই। উত্তর কোরিয়ার সঙ্গেও মৈত্রী রাখা সম্ভব না। ১৯৯১ তে তাদের সঙ্গে সংযুক্তিকরণ চুক্তি হওয়ার পরও ২০১০এ ‘টর্নেডো’তে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ চেওনাসনকে ডুবিয়েছে। সম্পর্ক বাড়াতে এ বার দক্ষিণ এশিয়ার দিকে নজর দিচ্ছে দক্ষিণ কোরিয়া। সেখানে বাংলাদেশের উন্নয়নের ধারায় আশ্চর্য অগ্রগতির দিকে তাদের বিশেষ নজর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংযোগ বাড়াচ্ছেন গেউন হাই। বাণিজ্যিক জোটই লক্ষ্য। বাংলাদেশে লিকুফায়েড ন্যাচারাল গ্যাস বা এলএনজি টার্মিনাল বসাতে তারা আগ্রহী। তাদের রাষ্ট্রীয় সংস্থা কো-গ্যাস বাংলাদেশে প্রস্তাব পাঠিয়েছে। সব দিক বিবেচনা করে ঠিক হবে কাজটা তারা পাবে কিনা। এ প্রকল্পে দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী চীন আর ভারত। চীনের হুয়ামকিউ কস্ট্রাক্টিং এ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন একই প্রকল্পের দাবিদার। ভারতের পেট্রোনেট নির্দিষ্টভাবে কুতুবদিয়ায় টার্মিনাল স্থাপনে জোর দিচ্ছে। তিন সংস্থার প্রস্তাব বিবেচনা করছে পেট্রোবাংলা। নতুন টার্মিনাল থেকে দৈনিক ৫০ থেকে ১০০ কোটি ঘনফুট এলএনজি প্রক্রিয়াকরণ সম্ভব। কাজ শুরু হলেই সেটা হবে না। সময় লাগবে। কম করে চার থেকে পাঁচ বছর। আমেরিকার সংস্থার সঙ্গে বাংলাদেশের চুক্তি আগেই হয়েছে। তারা সমুদ্রে ভাসমান এলএনজি ইউনিট নির্মাণ করবে। জ্বালানি বিভাগ দুটি, বিদ্যুত বিভাগ একটি টার্মিনাল গড়বে জমিতে। জ্বালানি বিভাগের টার্মিনাল দুটি মহেশখালী আর পটুয়াখাসির পায়রায় নির্মিত হবে। ভারতের রিলায়েন্সও মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছে। সেটা প্রাথমিক অনুমোদনও পেয়েছে। কুতুবদিয়ায় ভারতের পেট্রোনেটের টার্মিনাল তৈরির প্রস্তাবে ভাবনা চিন্তার অবকাশ আছে। জায়গাটা স্পর্শকাতর। নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষা। এমনিতে কোন অসুবিধে না থাকলেও নিরাপত্তার কারণে বিষয়টি বিবেচনার স্তরে আছে। এলএনজি আমদানিতে কাতারের সঙ্গে বাংলাদেশের মৌ স্বাক্ষরিত। দু’দেশের সম্পর্ক ভাল। দুটি দেশই প্রায় একই সময় স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবস ১৯৭১এর ১৬ ডিসেম্বর।
×