ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক প্রীতি ফুটবল, চেকপ্রজাতন্ত্র ও ডেনমার্কের বড় জয়, রাশিয়ার ড্র

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির সহজ জয়

প্রকাশিত: ০৪:০৮, ২ সেপ্টেম্বর ২০১৬

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ তারকা মিডফিল্ডার বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের বিদায়ী ম্যাচে সহজ জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। বুধবার রাতে বার্লিনে অনুষ্ঠিত আন্তার্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক জার্মানি ২-০ গোলে পরাজিত করে অতিথি ফিনল্যান্ডকে। ইউরোপের পাওয়ার হাউসদের হয়ে গোল করেন শালকের জিরো ফোরের মিডফিল্ডার ম্যাক্স মায়ার ও আর্সেনাল তারকা মেসুত ওজিল। পরশু রাতের অন্য প্রীতি ম্যাচে চেকপ্রজাতন্ত্র ৩-০ গোলের আর্মেনিয়াকে, ডেনমার্ক ৫-০ গোলে লিচেনস্টেইনকে, বেলারুশ ১-০ গোলে নরওয়েকে ও রিপাবলিক অব আয়ারল্যান্ড ৪-০ গোলে পরাজিত করে ওমানকে। এস্তোনিয়া-মাল্টা ম্যাচ ১-১ এবং আলবেনিয়া-মরক্কো ও তুরস্ক-রাশিয়া ম্যাচ দুটি গোলশূন্য ড্র হয়। জার্মানির বার্লিনের মনশেনগ্লাড ব্যাচের বরুসিয়া পার্কে ফিনল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। একের পর এক আক্রমণ শাণালেও প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি জোয়াকিম লোর দল। বিরতির আগে সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন মারিও গোয়েটজে। ৩১ মিনিটে ফাঁকা জাল পেয়েও ব্যর্থ হন ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জয়সূচক গোল করা এই ফরোয়ার্ড। এই সুযোগের আগে আরেকবার স্বাগতিকদের বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। বাঁপ্রান্ত থেকে আসা একটি ক্রস রুখতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দিচ্ছিলেন ফিনল্যান্ডের ডিফেন্ডার আরাইউরি। শেষ পর্যন্ত বল পোস্টে লাগলে সে যাত্রায় রক্ষা পায় অতিথিরা। বিরতির পর গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে জার্মানি। অবশেষে ৫৫ মিনিটে কাক্সিক্ষত গোল আদায় করে বিশ্বচ্যাম্পিয়নরা। গোয়েটজের কোনাকুনি পাস পেয়ে বক্সের বাইরে থেকে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল করেন শালকের মিডফিল্ডার মায়ার। কিছুদিন আগে রিও অলিম্পিকে দলকে রৌপ্যপদক জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পান তিনি। আর সুযোগ পেয়েই নিজেকে চিনিয়েছেন মায়ার। দিয়েছেন কোচের আস্থার প্রতিদান। অলিম্পিক পুরুষ ফুটবলের ফাইনালে ব্রাজিলের কাছে হেরে যাওয়া দলের অধিনায়ক ছিলেন ২০ বছর বয়সী এই মিডফিল্ডার। ম্যাচের ৭৭ মিনিটে ভাগ্যের ছোঁয়ায় পাওয়া গোলে জয় নিশ্চিত হয় জার্মানির। এবারও গোয়েটজের পাস ধরে আর্সেনাল মিডফিল্ডার মেসুত ওজিলের নেয়া শট আরাইউরির পায়ে লেগে সামান্য দিক পাল্টে জালে জড়ায়। গোলটি অবশ্য ওজিলের নামের পাশেই লেখা হয়েছে। বাকি সময়ে কোন দলই আর গোলের দেখা পায়নি। শোয়াইনস্টাইগারের বিদায়ী ম্যাচে তাই তৃপ্তির জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মানি।
×