ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরিয়ন টেস্টে বড় জয়ে সিরিজ দ. আফ্রিকার

প্রকাশিত: ০৬:৩৩, ৩১ আগস্ট ২০১৬

সেঞ্চুরিয়ন টেস্টে বড় জয়ে সিরিজ দ. আফ্রিকার

স্পোর্টস রিপোর্টার ॥ সেঞ্চুরিয়নের দ্বিতীয় ও শেষ টেস্টে ২০৪ রানের বড় জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-০ তে পকেটে পুড়ল দক্ষিণ আফ্রিকা। ৪০০ রানের অসম্ভব লক্ষ্যে ব্যাট করতে নেমে মঙ্গলবার চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানে (৫৮.২ ওভার) অলআউট হয় কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৭৬ রান করেছেন হেনরি নিকোলস। প্রথম ইনিংসে তারা গুটিয়ে গিয়েছিল ২১৪ রানে। আর ৪৮২/৮ ও ১৩২/৭ রানে স্বাগতিক প্রোটিয়ারা তাদের দুটি ইনিংস ডিক্লেয়ার করে। বৃষ্টির জন্য ডারবানের প্রথম টেস্ট ড্র হয়েছিল। সুপারস্পোর্ট পার্কের ২২ গজে ছিল বোলারদের দাপট, তাতে নাভিশ্বাস উঠল ব্যাটসম্যানদের, তবু দক্ষিণ আফ্রিকাই এগিয়ে ছিল। কারণ প্রথম ইনিংসের তাদের ওই বড় লিড। কিউই পেসারদের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে অবশ্য ধুঁকছিল স্বাগতিকরা। তৃতীয় দিন শেষ করেছিল ৬ উইকেটে ১০৫ রানে। তবে তাদের পুঁজি সমৃদ্ধ যে প্রথম ইনিংসে ২৬৭ রানের লিডে। শেষ পর্যন্ত ওই লিডটা ৩৯৯ গিয়ে পৌঁছায়। এই মাঠে আড়াই শ’র বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। দক্ষিণ আফ্রিকার মাটিতেই ৩৩৫ রানের বেশি তাড়া করতে পারেনি কোন দল। কিউইদের অপেক্ষায় তাই ম্যাচ বাঁচানো সম্ভব ছিল না। শেষ পর্যন্ত হয়েছেও তাই। আউট সুইংয়ে ডেল স্টেইন যথারীতি ছিলেন দুর্দান্ত। ক্যারিয়ার হুমকিতে ফেলা দেয়া চোট থেকে ফেরা ভার্নন ফিল্যান্ডার মনে করিয়ে দিলেন তার সেরা সময়কে। আবারও গতির ঝড় তুললেন কাগিসো রাবাদা। এই বোলিং আক্রমণের সামনে দ্বিতীয় ইনিংসে বুক চিকতিয়ে লড়তে পেরেছেন কেবল কেন উইলিয়ামসনই। কিউই অধিনায়ক আরও একবার দেখিয়েছেন, কেন তাকে ভাবা হয় দেশের সর্বকালের সেরা হওয়ার যোগ্য। অধিনায়ককে সঙ্গ দিতে পারেননি কিউইদের কেউই। দশে নেমে ৩০ বলে ৩১ করে রান কিছু বাড়িয়েছেন নিল ওয়াগনার। স্টেইনের এক ওভারে নিয়েছেন ১৮। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার মাটিতে আগের ৫ ইনিংসে তার মোট রান ছিল ৪৫। এবার করেছেন বীরোচিত ৭৭। ফলোঅন না করিয়ে আবার ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারেই কুইন্টন ডি ককের ব্যাট থেকে আসে টানা চার বাউন্ডারি। পরের ওভারে টানা দুটি ছক্কা ও চার। তবে সেই ঝড় সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কিউই পেসাররা। স্টিফেন কুককে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন বোল্ট। এক ওভারেই আমলা ও জে পি ডুমিনিকে ফেরান সাউদি। সুইং বোলিংয়ের দারুণ প্রদর্শনীতে শামিল হন ডগ ব্রেসওয়েল- নেইল ওয়াগনারও। উইকেট তুলে নেন নিয়মিত। ৪২ বলে অর্ধশতক করে বিদায় নেন ডি কক। ১৩২ রানে ৭ উইকেট হারালেও দক্ষিণ আফ্রিকা ঠিকই জয়ের জন্য প্রয়োজনীয় রান পেয়ে যায়। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা ॥ ৪৮১/৮ ডিক্লে. (ডুপ্লেসিস ১১২, ডুমিনি ৮৮, ডিকক ৮২, আমলা ৫৮, স্টিফেন কুক ৫৬; ওয়াগনার ৫/৮৬) ও ১৩২/৭ ডিক্লে. (ডি কক ৫০, বাভুমা ৪০*; সাউদি ৩/৪৬)। নিউজিল্যান্ড ॥ ২১৪/১০ (উইলিয়ামসন ৭৭, স্টেইন ৩/৬৬, রাবাদা ৩/৬২) ও ১৯৫/১০ (নিকোলস ৭৬, ওয়াটলিং ৩২; স্টেইন ৫/৩৩, ফিল্যান্ডার ২/৩৪) ফল ॥ দক্ষিণ আফ্রিকা ২০৪ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ডি কক (দ.আফ্রিকা)।
×