ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিরগিজদের বিপক্ষে আরও বড় জয় প্রত্যাশা আজ সানজিদাদের

প্রকাশিত: ০৬:২৯, ৩১ আগস্ট ২০১৬

কিরগিজদের বিপক্ষে আরও বড় জয় প্রত্যাশা আজ সানজিদাদের

স্পোর্টস রিপোর্টার ॥ ‘যেহেতু ইরানকে হারানোর পর আমাদের এখন মূল প্রতিপক্ষ চাইনিজ তাইপে, তাই তাদের সঙ্গে গোল পার্থক্য কমিয়ে আনতে আমরা চাইব কিরগিজস্তানের সঙ্গে যত বেশি সম্ভব গোল করতে।’ বাংলাদেশের মহিলা ফুটবলটাকে যিনি ধীরে ধীরে বদলে দিয়ে ক্রমেই উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন, কথাগুলো সেই গোলাম রব্বানী ছোটনের। বাংলাদেশ জাতীয় অনুর্ধ ১৬ মহিলা ফুটবল দলের এই দ্রোণাচার্য্যরে মাধ্যমেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেটা চলমান ‘এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব’ আসরের ‘সি’ গ্রুপে। বুধবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে কিরগিজস্তান দলের। এর আগে একই ভেন্যুতে সিঙ্গাপুর মোকাবেলা করবে চাইনিজ তাইপের। পরের ম্যাচে দুপুর তিনটায় গত আসরের চ্যাম্পিয়ন ইরানের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘সি’তে স্বাগতিক বাংলাদেশসহ আছে মোট ছয় দল। গ্রুপের শীর্ষ দলটি ঠাঁই পাবে মূলপর্বে। প্রতি দল খেলবে ৫টি করে ম্যাচ। ইতোমধ্যে ২টি করে ম্যাচ খেলেছে গ্রুপের প্রতি দলই। দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চাইনিজ তাইপে (গোল গড় ১১+)। সমান পয়েন্ট স্বাগতিক বাংলাদেশেরও (৮+)। কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। তাই বাংলাদেশকে মূলপর্বে যেতে হলে জিততে হবে প্রতি ম্যাচই। আর ব্যবধানটা যত বড় হবে ততই মঙ্গল। ‘গত দুই ম্যাচে আমাদের দল জিতলেও ম্যাচে তারা প্রচুর গোলের সুযোগ নষ্ট করেছে। অনুশীলনে এগুলো নিয়ে কাজ করেছি। আশা করি পরের ম্যাচে এগুলোর মাত্রা অনেকটাই কমে যাবে। আসলে এই আসর শুরুর আগে আমরা কোন আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। খেললে এই ভুলগুলো অনেক কম হতো।’ ছোটনের ব্যাখ্যা। তিনি আরও বলেন, ‘আমাদের সৌভাগ্য, দলে সিরিয়াস কোন ইনজুরি সমস্যা নেই। শুধু মাসুরার হাল্কা চোট আছে গ্রোয়েনে। আশা করি ম্যাচের আগে তা ঠিক হয়ে যাবে।’ ম্যাচের কৌশল প্রসঙ্গে তিনি জানান, ‘কিরগিজস্তানের সঙ্গে ম্যাচে আমাদের ফুটবলারদের বেশি জায়গা নিয়ে খেলতে চেষ্টা করবে। এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে আমরা কোন গোল হজম করিনি। এটা ডিফেন্ডারদের কৃতিত্ব। তবে এতে আত্মতুষ্টির কোন অবকাশ নেই।’ দলের গোলরক্ষক প্রসঙ্গে ছোটন বলেন, ‘বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন বলে দলের গোলরক্ষক হিসেবে আপাতত মাহমুদাই প্রথম পছন্দ। তবে উচ্চতা একটু কম হলেও সে বেশ কার্যকর। ওর চেয়ে লম্বা গোলরক্ষক অবশ্য আছে। তবে তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা একটু কম। তবে প্রয়োজন পড়লে তাদেরও ব্যবহার করব।’ নিজেদের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ যথাক্রমে হারিয়েছে ইরানকে ৩-০ এবং সিঙ্গাপুরকে ৫-০ গোলে। পক্ষান্তরে কিরগিজস্তান তাদের প্রথম দুই ম্যাচেই হারে চাইনিজ তাইপে ৭-১ এবং ইরানের কাছে ৯-০ গোলে। কিরগিজস্তান অবশ্য এখন পর্যন্ত একটি জয়ও পায়নি। দুই ম্যাচে তারা হজম করেছে ১৬ গোল। যেখানে বাংলাদেশই একমাত্র দল যাদের জালে এখন পর্যন্ত একবারও বল পাঠাতে পারেনি কোন দল। কিন্তু প্রতিপক্ষকে মোটেই ছোট করে দেখছেন না ছোটন, ‘এখানে সবাই খেলতে এসেছে। যে কোন দলই যে কোন মূহূর্তে অঘটনের জন্ম দিতে পারে। আমি সব প্রতিপক্ষকেই সমীহ করছি। তবে আমরা দুই ম্যাচ জিতেছি। জয়ের ধারাটা অব্যাহত রাখতে চাই। আগের ম্যাচগুলোতেও আমাদের একমাত্র লক্ষ্য ছিল জয়। সামনের ম্যাচগুলোতেই সেটিই থাকবে।’ জিততে হলে চাই পরিকল্পনা, চেষ্টা, পরিশ্রম, ধৈর্য আর মনোবল। এই মানবিক অনুভূতির লেশমাত্রও আজ থেকে সাত-আট বছর আগে ছিল না বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের। একই অবস্থা ছিল বিভিন্ন বয়সভিত্তিক মহিলা দলগুলোরও। প্রতি ম্যাচেই যদি নামতা গুণে হালি হালি গোল হজম করতে হয়, তাহলে আত্মবিশ্বাস কোথায় থাকবে বলুন! হারার আগেই মানসিকভাবে ম্যাচে হেরে যেত বাংলাদেশের মেয়েরা। মনোবল দিয়ে কি অসাধ্য সাধন করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। বাংলাদেশ অনুর্ধ ১৪ মহিলা ফুটবল দল অন্তত সেটা প্রমাণ করেছে, দুবার। তারও পাঁচ মাসের ব্যবধানে। গত বছরের ডিসেম্বরে নেপালে এবং এ বছরের মেতে তাজিকিস্তানে ‘এফসি অনুর্ধ ১৪ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল তারা। এবার নিজেদের প্রমাণ করার পালা বাংলাদেশ অনুর্ধ ১৬ মহিলা জাতীয় ফুটবল দলের। গত তিন মাস ধরে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে অনুশীলন করছে মেয়েরা। চলমান আসর শুরুর আগ পর্যন্ত তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে সবতেই জিতেছে তারা যথাক্রমে ৯-১, ৬-১ এবং ৬-০ গোলে। প্রতিপক্ষ দলটি ছিল বাছাই করা একটি দল, যে দলে জাতীয় বা সিনিয়র দলের একাধিক ফুটবলার ছিল ছোটনের চূড়ান্ত দলে আছে নেপাল সফরের ৭ এবং তাজিকিস্তান সফরে যাওয়া ১২ ফুটবলার। গ্রুপের অন্য দলগুলোর মধ্যে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইরান। ১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে সংযুক্ত আরব আমিরাত। সমান পয়েন্ট সিঙ্গাপুরেরও। তবে গোল গড়ে পিছিয়ে তারা। আর একদম তলানিতে আছে কিরগিজস্তান। দুই ম্যাচেই হার। তাই পয়েন্টের ভা-ার শূন্য তাদের। তাদের পয়েন্টশূন্য রেখেই নিজেদের পয়েন্ট এবং গোলের ভা-ার আরও সমৃদ্ধ করতে চায় বাংলাদেশ। সেটা আজ কতটা করে দেখাতে পারবে তারা। সেটাই এখন দেখার বিষয়।
×